![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি
শব -শকুন!
একি! আমার আকাশে এত শকুন কেন! চিলের ডানায় এত বাতাস!
নাকেও তো মরা লাশের গন্ধ পাচ্ছি বেশ!
এমন তো কথা ছিলনা!
ওখানে তো কবুতর উড়ার কথা ছিল,
ডানায় তাদের ছড়ানোর কথার ছিল ফুলেল সমীরন!
ফুলের গন্ধে চারিদিক বসন্ত নামার কথা ছিল!
শকুন গুলো দেখি আমার বুকের দিকেই নেমে আসছে,
কেন? এখানে তো কোন লাশ নেই!
কিন্তু গন্ধ তো পাচ্ছি! কিসের?
তাহলে কেউ মরলো না কি!
কিন্তু এখানো কারো মৃত্যুর কথা তো ছিলনা!
এখানে তো বেঁচে থাকারই কথা কারো না কারো!
শকুন নামে ,ঘেটে ঘুটে, খাবলে খায় ভেতরের পচা লাশ
শবের বুকটা যেন এক এক একটা হেলিপ্যাড হয়ে যায়
শকুন,চিলের উঠা নামায়!
তাইতো বলি শকুন কেন নেমে আসে, কেন গন্ধ পাই মরা লাশের!
আমি তো নিজেই অনেক আগে লাশ হয়ে গেছি!
তাই বলে এ মরা লাশের সব দায় দায়িত্ব শকুনগুলোর নয়,
কখনোই নয়,............. দায় অন্য কারো।
©somewhere in net ltd.