![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি
ঘাটের মাঝি!
আজ তো ঘাটের কোন আবশ্যিকতা নেই;
পরান মাঝির লগি-বৈঠার পানি ঝরেছে অনেক আগেই,
প্রস্তাবিত সেতু হলে পরান মাঝিও যে পার হয়ে
ওপারে যাবে! সওদা করবে সুখের- তারপর?
জননেতা বলেছে ঘরে অভাব থাকবেনা,
সেতু তোমাদের ঘরে দেবে সুখের রোশনী
পরান মাঝি শুনেছে সেই কুড়ি বছর আগে,
এখন পরান মাঝির ঘাট একা বসে থাকে।
ঘাটের বুড়ো বট এদ্দিনে আর কুজো হয়েছে,
তার ঝুড়ি গুলো এখন মাটিতে নেমে
মাটিকে ছুঁয়ে কাঁদতে পারে, সময় তো
পরান মাঝিকেও করেছে অলস।
সেই ঘাট এখন একা ,সেই সেতু এখন
গনদাবীর ভাষা, পরানের বৈঠাতে ঘুনের আবাদ,
ঘাটের জলএখন কচুরীপানায় লজ্জা ঢাকে
কিন্তু কোথায় সুখের রোশনি, না ঘরে না বুকে!
আজ প্রস্তাবিত সেতুর একুশ তম জন্মদিন
পরান মাঝি ঘাটে বসেই পালন করে
বুড়ো বট আনন্দে হাত তালি দেয়
ঘাট ,পরানএবং বটের আরো একটা দিন কাটে এভাবেই!
©somewhere in net ltd.