নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

তক্ষকঁ

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

তক্ষকঁ › বিস্তারিত পোস্টঃ

পূনর্মৃত্যু!

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:২৭

পূনর্মৃত্যু!



এক জীবনে এক জন কত বার লাশ হয়! কতবার লাশ হলে হয় পূনর্জন্ম!



যে শিশু আজ জন্মালো তার ভিখিরি মায়ের ঘরে সে তো লাশ হয়েই জন্মালো ,

বেড়ে উঠতে যে পরিবেশ প্রতিবেশ আবশ্যিক তার অভাবে সে বার বার

লাশ হয়, লাশ হয় ,লাশ হয় বারবার পূনর্জন্ম ছাড়াই।

যে ছেলেটা আজন্ম কুলু বাবার ঘানি টানা শরীরের ঘামে কিনেছে বিদ্যার সার্টিফিকেট,

এ দুয়োর ও দুয়োর করে যার মা এনেছে তার মুখের অন্ন, এ আকালের শহরে

রুটি রুজির জন্য যে হয়রান হয় , শিক্ষার মাকাল টেনে টেনে যে ভীষন ক্লান্ত আজ

সেও তো প্রতিদিন একবার করে লাশ হয়, লাশেরা তো চিৎকার করতে পারেনা!



এক জীবনে একজন কতবার লাশ হয়! কতবার লাশ হলে হয় পূনজন্র্ম!



মেয়েটি ও তো স্বপ্ন দেখেছিল ঘর হবে, সংসার হবে , ঘর ফেরা স্বামীর সোহাগ পাবে;

সেও তো প্রতি রাতে লাশ হয়, বারবার, অসংখ্যবার; বোবা ভাষা কেউ বোঝেনি

অন্ধকারের মাঝে কাঁটে তার গুমট মৃত্যু দহন, আমাদের তোমাদের পশু গুলো তাকে

ছিন্ন-ভিন্ন করে লাশ বানায়, সে লাশ হয়- পুনর্জন্ম চেয়েও পায়নি কাঙ্খিত রাত!

যে মানুষগুলো একদা দেশ চেয়েছিল ,দেশ এনেছিল, রক্তের দামে স্বাধীনতা কিনেছিল

তারাও তো লাশ হয়ে পড়ে থাকে, তারাও তো লাশ হয় বারবার,

পথের কুকুর তো তারই পাশে বসে মলত্যাগ করে, কুকুরে মানুষে খায় এক থালায়,

লাশ হয়ে লাশ হয়ে সভ্য জাতির কাঁধে মৃত সন্তানের মতোই ওরা , অনেক ভারী !



এক জীবনে একজনের আর কতবার লাশ হওয়া সম্ভব, কতবারে হয় পূনর্জন্ম!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.