![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি
সময়ের হিসাব!
সময় দ্রুত ফুরিয়ে আসছে, ফুরিয়ে আসছে জীবনের সুখানুভূতির সুখ সময়ের ডানা ঝাপটানো,
ধীরে ধীরে সবাই অনিচ্ছাতেই এগিয়ে যাচ্ছি, শেষ অধ্যায়ের পাঠ নিতে।
একদিন এ সকল আড্ডা শেষ হবে, ডাক্তারের ঠিকানা খুঁজে নিতে
সবাই যে যার ঘরে ফিরে যাবো ওষুধ পথ্যের ভাগারে দেব ডুব,
বাত, কাশি কিংবা ডায়াবেটিস শরীর জুড়ে ছড়াবে অশনীর গন্ধ
সবাই হয়ে যাবো বার্ধক্যের বাধ্যগত দাস!
ভূল-ভবিষ্যতে হয়তো দুরালাপনীতে কেউ বলবে -কি খবর শরীর টা ভালো তো!
দেখো খাওয়া-দাওয়া হিসেব করে করো, নিজের যত্ন নিও,
তখন বুঝে নেব ,সময় আসলে-ই খুব বেশি হাতে নেই, অশনীরা
একে একে দখল নেবে রক্তচাপ, চোখের দৃষ্টি, হাত-পায়ের বিগত শক্তিকেও।
অনেক দিন পর আবার আড্ডা জমবে, তুমুল আড্ডা হবে, হাট বসবে;
হাট বসবে কোন এক ঘরে না হয় ক্লিনিকের কোন এক ওয়ার্ডে
জমিয়ে আড্ডা দেব ..........হয়তো আমি না হয় কোন এক ব্ন্ধুবর,
চুপ করে থাকবে অনেকের মাঝে; নিথর নিরবতায় শীতল দেহে সবার মাঝে!
আড্ডার দিন এভাবেই শেষ হয়, এক দুই করে শুন্যে গিয়ে মেশে সকল
চা কাপের ধুমায়িত মেঘ, মেঘ মাখে পড়ে থাকা খালি টেবিল!
©somewhere in net ltd.