নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

তক্ষকঁ

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

তক্ষকঁ › বিস্তারিত পোস্টঃ

লোভ

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৮

লোভ



আমায় নিয়ে এখন খেলা চলছে ভীষন,যে যার মতো করে

আমায় খেলে, খেলেই চলে।

সুরা শ্যাম্পেনের ভীড়ে আমি কি লোভের মাতাল!



তোমাদের পাখিগুলো লোভ দেখায় গান শুনিয়ে

তোমাদের হাসগুলোও ভীষন ডাকে

ভগবান তো অনেক আগেই লোভ দেখিয়েছে

স্বর্গের, অপ্সরীদের।



আমি তৃষ্ণাতুর বলে কি তোমাদের ঝিলগুলো

খিলখিলিয়ে হাসে লোভ দেখায় চুম্বনের!

সুখ-সারিদের ইতিহাস পাতায় পাতায় ছড়িয়ে

দেয় লোভের বর্নমালা।



দিবাকর যখন তখন লোভ দেখায় কিরনের

রাতের ফালি চাঁদ লোভে মাতাল করতে চায়

আর হাসনাহেনাতো অনেক দিন ধরেই লোভ

দেখায় সৌরভে সৌরভে।



আমি কি কখনো লোভে লালায়িত হয়েছি!



আমার ঘরের চার দেয়ালও দেখি লোভ দেখায় আজকাল

শুন্য ঘরের শুন্য বিছানার সফেদ চাদর বালিশ-কাঁথা

আমায় লোভ দেখায় শরীরি, লোভ দেখায় ঘুনেরাও,

আমি লোভের কোলাহলে নিজেকে চেপে রাখি ।





লোভ লোভ লোভ যে যার মতো করে লোভ দেখায়

আমাকে কিনবে বলে, দাস বানাবে বলে

কতবার বলব আমি লোভের কাঙ্গাল নই,আমি

প্রয়োজনে লাথিও মারতে পারি ভগবানের মসনদে।



আমার চারিধারে এখন খেলা চলে লোভ দেখানোর

ভগবানও পূন্যের ঝাপিতে লোভ সাজায় এখনও!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.