![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি
ধর্মের শুয়োর!
আমার যেদিন জন্ম হলো সেদিন নাকি দাদা আজান দিয়েছিল
যেন জাত মুসলমান হই ; খোদায় যেন ভয় পাই,
কিন্তু আমার বিবেক ,আমার পেটের জন্য তো কেউ কিছুই করেনি
তারপরও ওরা আমার জন্য নাকি তাবৎ পৃথিবী উদ্ধার করেছিল সেদিন।
আমার দাদী একটা তাবিজ বেধে মাকে বলেছিল ছাওয়ালের গা বন্ধ করলাম,
আর ভয় নেই,বালা-মসিবত গা ও ঘেষতে পারবেনা।
কিন্তু আমি তো এখনও ভয় পাই, ভূতে-অদ্ভুতে, কই তাবিজতো কাজে আসেনা,
আমার শরীরে একে একে ওজন বাড়িয়েছে, গা বন্ধের তামাশাগুলো।
যখন খানিক বড় হয়ে মক্তবে গেলাম , আরবী পড়তে, আরবী পবিত্র ভাষা-খুবই!
শিখলাম কায়দা-আমপারা , তারপরও তো মিথ্যা কথা বলেছি,
বড় হয়েও বলি, আমপারা আরবীর ভেদ শেখা হয়নি এখনও ,আজোিও নয়।
মাকে দেখেছি, হুজুরের জন্য গাছের লাউ পেপে আমার হাতে পাঠাতে
হুজুর আসলে পরম ভক্তিতে আচলে মুছতো ময়লা পিড়িখান,
হুজুরের জন্য খাবার ঢেলে অনেক দিন গ্যাছে আমাদের ভাগা করে খেতে হয়েছে,
এত দো'আয় আমাদের আজ এ কি হাল, বরকত বাবাজী কর্পুরের মতে উবে গেছে !
আমি কি আজ জাত মুসলমান, মুসলমান হলে আমি কেন শিশুটিকে ধর্ষন করি,
কেন গদিটার লোভে গিলি সুরা-শরাব, কেন বোমায় কাপে দেশ
আমি আজ .......... খোদা মানি, নাকি নিজেকেই গর্ধবের দেশে
বানাতে চাই খোদা,
.................... ভাবতেও গা গুলোয়; শালা আমি নাকি জাত মুসলমান!
ধিক ফিকিরি ধার্মিক, ধিক নিজেকে!
©somewhere in net ltd.