নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

তক্ষকঁ

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

তক্ষকঁ › বিস্তারিত পোস্টঃ

কাঁটাতারে এপার-ওপার

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৩

কাঁটাতারে এপার-ওপার



একদা এসেছি আর যাওয়া হয়নি ফিরে!



একটা রাত, এক খাবলা ঘুম শেষে দেখি

কাঁটাতারে আমার ঘর, ধানের গোলা, পালের গরু

কিছুই নেই। আমার আতুড় ঘরের গন্ধ কিংবা টবের গোলাপ

এবং আমি বিভাজিত,ভীষণ পর হয়ে গেছি মাটির কাছে

ভিটের কাছে!

আমার রোদ জ্বলা দিন,সুখ-সহায় ,সাধের দোতরা

আর নিজের স্বত্বে থাকেনি, সবই নাকি শত্রুর সম্পত্তি!

আমার ফেলে আসা বেলুন-বাঁশি,এমনকি এক ফোঁটা জলও আমার জন্য

কেউ রাখেনি অবশিষ্ট নিয়েছে দখল করে যাকে যেমন দেওয়া হয়েছে আইনি

অধিকার! শত্রুর বিরুদ্ধে অধিকার।



আমাকে কাঁটাতারের প্রহরীগুলো সতর্কভাবে আটকায়,

না হয় বন্দুক উচিয়ে ভয় দেয় বুলেটের ,শুধু-

আটকাতে হবে অবাঞ্চিত অনুপ্রবেশ, শত্রুর প্রবেশ!



আমি কাঁটাতারের ওপারে দেখি আমার লাল সূর্য

দেখি সবুজ মাঠ,রাতের চাঁদও দেখতে কোন বাধা আসেনি।

কই কারোতো সাহস হয়নি আটকাবার ,

আমার পাখিতো এপার -ওপারেই ওড়ে সারাক্ষন

আমার রঙ্গিন ঘুড়িটাও তো কেটে পড়ে ওপারে আমার ভিটায়!

কারো তো সাধ্য হয়নি তার অনুপ্রবেশে বাধা দিতে কিংবা দিতে সাজা!



যত বাহাদুরী কেবল আমার বেলায়, যত বাহাদুরী কেবল আমার সাথেই।



কে আছিস আয় দেখি আটকা আমার কন্ঠের গান

"আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি"- দে আমার নামে

রাষ্ট্রদ্রোহিতার মামলা। কোন কাঁটাতার আটকাবে আমার কন্ঠে "মা" ডাক?



এ বড়াই এ বাহাদুরী থাকবেনা -বার্লিনের দেয়ালও থাকেনি বেশিদিন !

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.