![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি
সাম্প্রতিক সম্পর্ক।
আজ আর কোন কিছুতেই তেমন শিহরন জাগে না
দুটি শরীর কাছাকাছি তবু দুর বহুদুর, দুর যোজন যোজন।
আজ মেঘ,পাখি ফুল সবই অর্থহীন
একদা লিখা কবিতার পাল আজ
আবেগ ছাড়া বাউল, ধীরে ধীরে
ক্ষ্যাপাটে শারীর বিজ্ঞানের চেম্বারে ধর্না দেয়।
চোখের পাতায় এখন স্বপ্ন গুলো প্রাযুক্তিক
মনের ভেতর ফিনকি দিয়ে ছোটেনা ভালবাসা
আজ মহা বাস্তবতায় দুটি শরীর শুধু লেপ্টে থাকে
শরীরে শরীরে হয় কবিতার আসর, তুমুল উত্তেজনায়।
আজ কিছুতেই কোন কিছুতেই সেই অনুভূতিরা
মেলেনা পাখা, অনুভূতি কেবল অধরে অথরে প্রবল পতনে
আর পাশ ফিরে শুয়ে আগামীরজন্য তৈরি হয়
কমন-জ্বলনের খায়েশে মাতোয়ারা মানুষ যুগল।
বিছানা , হোটেলে, পথে ঘাটে ,মানষগুলো এখন আরো্ও কাছাকাছি
আরো্ও ঘনিষ্ঠ, আরো নিবিড় হয়ে আসে, ধীরে ধীরে
আবারও তুফান ওঠে ঘাম ,ক্লান্তির ফসলে চলে ভালবাসা
কাছাকাছি তবু দুর বহুদুরে চলে যায় অশরীরি টান।
এখন যা চলছে তাকে ভালবাসা বলতে কোন দ্বিধা নেই
আপত্তি ও নেই, কারণ
ভালবেসে কেউ তো দেহ কে পুজোর বেদীতে বসায়না !
এখন আরো বেশি গবেষনা হয় শরীরের জন্য।
স্থায়ীত্বের জন্য, এখন ভালবাসা্ও ট্যাবলেট কিংবা প্যাকেটের
কল্যানে গভীর হয়।
©somewhere in net ltd.