![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি
গ্রাস ও গ্রহন
এখন বুঝি সময়টা-ই গ্রহনের, সময়টা-ই গ্রাস করবার
নইলে চারদিকে গ্রাস গ্রহনের এত ধু্ন্ধুমার হবে কেন!
কবেকার আদিম আকাশ আকাশের পাখি পাখির গাস
আজ গ্রহনে গ্রাসে আধুনিক! মহা আধুনিকের পেটে এখন তারা খাঁচাবন্দী
খাঁচা বন্দী মানুষের ভীড়ে কেউ-ই আলাদা নয়
আমি সে তারা তোমরা এবং আমরা কোন এক মহা রাক্ষসের পেটে
হজমের অপেক্ষায় সময় গুনি কেবলই।
সকালের কুয়াশা তাকেও গ্রাস করে মিলের সুউচ্চ চোঙের প্রসবন
যখন একের পর এক গ্রাম গুলো গিলে নেয় শহর নামক অজগর
নদীকে গিলে খায় দুপারের অক্টোপাসেরা,
মানুষের ঘামে কেনা সভ্যতা সেও গ্রাসে চলে যায়
যখন ভাতের জন্য কাপড়ের জন্য কিংবা ভালবাসার জন্য
নারীকে হতে হয় বেশ্যা হতে হয় লাশ এবং লালশার শিকার।
এখন সময়টাই বুঝি গ্রাসে যাবার, গ্রহনে যাবার
নইলে চারদিকে এত চরবন,চিৎকারের শব্দ কেন!
সেই রাজা রাজরাদের চুন-সুরকির দেয়াল কিংবা সাধের কলের গান কুকুর মাথার
বনেদী বৈঠক খানা, মেহফিল, জলসা বাঈজী
তানপুরা বৃষ্টি রবীন্দ্র নাথ রোদ আলো নজরুল সমাজতন্ত্র
ডাস্টবিন টোকাই সবই এক সময়ে অজানা গ্রাসের জন্য দাঁড়ায় সারিবদ্ধ হয়ে
কবিকেও ছাড়েনা হালের এইডস , সেও গ্রাসে যেতে প্রস্তুত হয় কবিতা কলম ফেলে।
রাতে দিন, অসুখে সুখ এবং ছায়া, বিবেক, ক্ষাপাটে স্বভাব অথবা নোংরা হিসেব নিকেশ গুলো
আজ গ্রাস গ্রহনে একাকার , গ্রাসের সময় এখন বেশ রমরমা।
©somewhere in net ltd.