![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি
ভালবাসা নবায়নের শর্ত।
তোমাকে অনেক কিছুই দেখিয়েছি ভালবেসে, আর অনেক বাকী
অনেক কিছুই তোমাকে দেখানো হয়নি চোখে আঙ্গুল দিয়ে
ভালবাসতে ভালবাসতে একদিন আমিও নাম লিখিয়েছিলাম
তথাকথিতদের খাতায়, মোহ মায়ায় হয়ে অন্ধ বধির।
তোমাকে দেখাবো কিভাবে আদিম পাহাড় জলা ভূমি কিংবা মানুষ
হারিয়ে যায় কর্পূরের মতো উবে
কিভাবে কুকুর-শেয়াল মানুষ এক কাতারে খায় লুটোপুটি
কিভাবে সভ্যতা আধুনিক হতে হতে ফিরে যায় আদিমতায়।
তোমাকে দেখানোর অনেক বাকী।
মায়ের কোলে শুয়ে শিশুর ঘুম আবার ঘুম ভেঙ্গে কেঁদে ওঠা ক্ষুধারা
হাসপাতালের মেঝেতে পড়ে গড়াগড়ি খাওয়া প্রান্তিকের অসুখ যন্ত্রনা
এক এক করে মিছিলের কোলাহলে পড়ে থাকা লাশের দায়-লাভ লোকশান
কিংবা কালো মেয়েটার ঘর বাঁধার স্বপ্ন স্বপ্ন হয়ে থাকা
তোমাকে দেখতেই হবে জানতে হবে যদি ভালবাসা ফের
নবায়ন করতে চাও।
তোমাকে দেখাবো স্পেস শিপের আগুনে ঝলসে যাওয়া মহাকাশ
তোমাকে দেখাবো বাবার হাতে নিহত শাপলা লতার নেতিয়ে পড়া দেহ
ক্ষরা মহামারিতে দূর্যোগে ,যুদ্ধে মানুষের গণকবর, হার কঙ্কাল
তোমাকে দেখাবো হাতছেড়ে পালিয়ে যাওয়া সুখ-সারিদের অপমৃত্যু
তোমাকে দেখাবো ভাত ভোটের লোভে আম জনতার নিক্ষিপ্ত হওয়া।
তোমাকে দেখতেই হবে এসব যদি ভালবাস আমায়।
যদি ভালবাসতে চাও আমাকে আবারও
তোমাকে পথে নামতেই হবে, মানুষের কাতারে দাঁড়িয়ে মানুষ হতে হবে
হতেই হবে, মানুষ হতে আমাদের অনেক সময় লাগবে জেনেও।
তোমাকে দেখাবে কি করে একজন নারী বেশ্যা হয়ে যায়
একজন বেশ্যা কিভাবে ফুল ফোটায় প্রতি রাতে প্রতি শিশ্নে
কিভাবে রমনী গুলো প্রতিনিয়ত অভিনয় করে স্ত্রী সেজে মা সেজে
কিভাবে সুুখের লোভে বিছানা বদল করে মানব মানবীরা
রাত বদলায় দিনগুলো তোমাকে দেখাবো তোমাকে দেখতেই হবে
অনেক কিছুই দেখানোর বাকী।
ঘামে ভেজা শহরের সীমানায় কিভাবে শরনার্থী হয়ে কাঁদে আমাদের গ্রাম
কাঁদে আমার ফসলি মাঠ, কিভাবে মাজরা পোকাগুলোর সন্তানেরা না খেয়ে মারা যায়
কিভাবে মানুষের কঙ্কালে গড়ে সুউচ্চ অট্টালিকা ,গাড়ীর কালো ধোঁয়ায় হারায়
প্রতি সকালের কৈশর, পার্কে-রেস্তোরায় কিভাবে চলে শরীরি প্রনয়
মধ্যরাতের আলোয় কিভাবে বকুলগুলো রংবদলায় প্রবল অভাবে
তোমাকে দেখাবো , দেখানোর অনেক বাকী।
যদি ভালবাসতে চাও আবারও
আমাদের ভীড়ে ভীড় ঠেলে আসো, আমাদের জন্য দাঁড়াও রাজপথে
যেথা এখনও লাশ, রক্তে সয়লাব হয় মানবতা,এখনও পেটের জন্য
শুধু পেটের জন্যই সন্তান বেঁচতে বাজার বসে, কচিকাচার বাজার
নয়তো ডাস্টবিনে কেঁদে ওঠে অভিনয়ের ফসল হঠাৎ হঠাৎ
তোমাকে দেখাবোই যদি ভালবাসি আবারও।
তোমাকে দেখাবো আমার আমাদের সকল দফাওয়ারী দাবী
ভালবাসার চরম অঙ্গিকারনামা যদি নবায়ন করতে চাও ভালবাসা আবার।
তোমাকে দেখাবো তোমাকে দেখতেই হবে, দেখার অনেক বাকী
আমিতো ভালবাসা এভাবেই ফেরি করি ফেরিওয়ালাদের সাথে বসে
ঘাসের দলে, মাটির গায়ে মিশে, আর ভালবাসার জন্য আদায় করি
কালে কালে যুগে যুগে এমন সব ওয়াদা অঙ্গিকার।
তোমাকে দেখিয়েছি , দেখানোর বাকী অনেক
তোমাকে দেখতেই হবে এসব জানতে হবে আমাদের
যদি ভালবাসতে চাও আবারও......... আসতে হবে মানুষের কোলাহলে।
©somewhere in net ltd.