নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

তক্ষকঁ

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

তক্ষকঁ › বিস্তারিত পোস্টঃ

নির্বাসিত স্বপ্ন!

০৪ ঠা মার্চ, ২০১৪ দুপুর ১:২১

নির্বাসিত স্বপ্ন!



ভাঙ্গা কুটির, দু ক্রোশ মেঠো পথ পাকা রাস্তা

হাঁটতে হাঁটতে সে পৌছে যায় স্টেশনে

বড় হওয়ার বড় স্টেশন

সত্যিই অনেক বড়।



ট্রেন আসে শহরের

ভীষন হুইশেলে কেঁপে ওঠে অজ গাঁ

প্রবল অহংকারে ছেড়ে যায় আবার

মেয়েটি বসে থাকে

চোখে স্বপ্ন ঘোর; বড় হওয়ার।



ট্রেন আসে ট্রেন যায়

রাত আসে রাত যায়

কোন খবর আসেনা

সু খবর হয়ে

ক্যামেরা ফ্যান অটোগ্রাফ

শহরের তল্লাট

কেউ ভাবেনা তাকে নিয়ে

কেবল গাড়ী যায় গাড়ী আসে

আলো জ্বলে আবার নিভে যায় ।



নগর নাগরিক ইতর ভদ্র

সোডিয়াম বিলবোর্ড একে একে

ব্যাস্ত হয়

ব্যাস্ত হয় সেও

বড় হতে ঘোর ছেড়ে

আলোয় -আঁধারে

স্বপ্ন দ্যাখে স্বপ্ন ভাঙ্গা চোখ

বড় হওয়ার

ভীষন বড়।



গাঁয়ের সবুজ গুলোও আজ হলদে ফ্যাকাসে

মেয়েটির স্বপ্নের মতো

বড় হওয়ার

ভীষন বড়

দু:স্বপ্নের আঁধার শেষে

গ্রহন শেষে যত বড় হওয়া যায়

ততো!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.