নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

তক্ষকঁ

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

তক্ষকঁ › বিস্তারিত পোস্টঃ

ভাগ

০৪ ঠা মার্চ, ২০১৪ দুপুর ১:২২

ভাগ



ভাগ -ভাগা তেই নাকি চলছে সময় ঘড়ির হিসেব

এককালের পূর্বপুরষের জমি-মাঠ ঘর গেরস্থালী শান বাঁধানো পুকুর

কালে কালে হয় ভাগ

ভাগ হয় রক্ত পরিচয় ভাগ হয় বংশীয় ঠাট বাট

কোদালে লাঙ্গলে আইল বাঁধতে বাঁধতে এক সময় দেখি

আমি নিজেও ভাগ হয়ে গেছি ভাগ হয়ে গেছে আমার হাত পা মাথার খুলি।



এখন ভাগ-ভাগাতেই ব্যাস্ত সভ্যতার সকল কুুশিলব।



মায়ের হাতের খাবার বাবার চশমা আতর কিংবা সিন্দুকের চাবি

ঘরের বেড়া বাতাবীলেবু চাল ডাল অথবা দাদার সাইকেল

সবই ভাগ হয় হয়েছে এ যাবৎ।

ভাগ হয়েছে বিশ্বাস নিশ্বাস এবং ভালবাসা প্রেম প্রনয় প্রিয়তমা

ভাগ হয়ে যায় খেলার মাঠ, ঘাস ফড়িঙয়ের আকাশ

ভাগ হয় সাধের লাটাই লাউয়ের মাচাঙ অথবা গোরস্থান

ভাগ ভাগ ভাগ শুধু ভাগেরই সময় এখন।



যৌথ পরিবারের বাচ্চাগুলোও আজ ভাগের মালামাল

ভাগ হয় সদর দরজার চৌকাঠ জলচৌকি তুলসী তলা

ভাগ হয় নবান্ন পূজো ঈদ কিংবা বৈশাখী মেলা

ভাগ হয় টুপি তসবিহ্ নামাজ এবং সন্ধ্যা পুজোর ভক্তি;



এখন হিসেব কষেই সব ভাগ হয় যা কিছুু নতুন পুরাতন

এখানে ওখানে অলসে আয়েশ কিংবা শেষের অপেক্ষায় দন্ডায়মান।



বৃদ্ধ বাবা -মায়ের দায় , শ্রাদ্ধ চিতা দাফন সবই ভাগ হয় এখন

ভাগ হয় খাবার দাবার থালা বাটি ঘটি গেলাস ভাগ হয় পোষা ময়নাও

লেপ্তি লাটিম, চরকা তাঁত ভিটে বাস্তু আজ ভাগ হয় চুলচেরা হিসেব করে

ভাগ হয় আকাশ নদী জেলা শহর আদীবাসী পরবাসী এমনকি ভাষাও

ভাগ হয়ে যায় পতাকা জিহাদ শহীদ গাজি এবং শহীদ মিনার

ভাগ হতে হতে হতে আমার চেতনাও কাঁদে অস্তিত্ব সংকটে।



রোজ রাতে দিনে কিংবা অবসরে ভাগ হয় নারীগুলো

কাম -উত্তেজনাগুলোও ভাগ হয় সুবিধামতো যে যার মতো

বিছানা সোহাগ চাদর বালিশ কিংবা চরম শিৎকার ভাগ হয়ে যায়

ভাগ হয় পতনগুলোও, সুখ তৃপ্তি তৃপ্তির ঢেকুর এবং চুম্বনের ছাপ

স্তনের দাগগুলোও ভাগ করা যায়, ভাগ হয়ে যায় নিয়মে অনিয়মে

বৈধতায় অথবা অনুমোদনহীন।



ভাগের নেশায় ভাগাড়ী মানুষগুলো এখন অর্বাচীন প্রেমিকের হৃদপিন্ড পরিমাপ করে

ছুড়ি কাঁচি নিয়ে পাল্লা পাথর নিয়ে দড়ি ফিতে নিয়ে পরিমাপ হয়

ভাগ হয় আইল হয় তার পর সীমানা উঠে প্রাচীর উঠে বুুকের ভেতর

ভাগ হয়ে যায় আরও একটি অখন্ডিত মন চুল চেরা হিসেবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.