নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

তক্ষকঁ

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

তক্ষকঁ › বিস্তারিত পোস্টঃ

নির্লজ্জতার অনুশীলন!

০৪ ঠা মার্চ, ২০১৪ দুপুর ১:২৪

নির্লজ্জতার অনুশীলন!



মায়ের কোলে__ শুকনো স্তনের মরুতে____ খাবার খুঁজে পেরেসান হয়

দু্গ্ধপোষ্য শিশু_ দুধ নেই_ আছে তীব্র চিৎকার

আমরা দেখে_লজ্জিত হইনি কখনোও

মদে মাতাল হয়ে__ বার ক্যাসিনো ফেরত মানুষ গুলো

যখন পাঁচটি টাকার জন্য ____ফিরিয়ে দেয়___ রুগ্ন পিতার হাত

আমরা লজ্জিত হইনি একটি বারও!



ঘামে জলে ভেজা__ মানুষের শুন্য থালা__তাপ হীন উনুনের

ধারে___ জটলা করে___ যখন সিদ্ধ ভাতের ভাপ মাখে___

প্রান্তিক শিশুগুলো___ শহরের প্রসিদ্ধ পাঁচতারা হোটেলের আড়ালে

আমরা___ ভূলেও লজ্জিত হইনি।



যখন রাজনীতির নামে____ আগুনে পুড়ে দগ্ধ হয় মনির এবং অনেকে

বাবার হাতে যখন_____ পুড়ে যায় মা'মনির খেলার পুতুল___দুধের প্যাকেট

কিংবা___ ধর্মের নামে পোড়ে___ মসজিদ মন্দির আল্লাহ ভগবান

____আমরা তখনোও লজ্জিত হইনি ____একটিবারের জন্যেও!



ক্ষ্যাপা আদিমের নখে__ আঁচড়ে যখন _____ রক্তে ভাসে কিশোরীর দেহ

ভাঙ্গে সাধের আয়না চুড়ি ___ ব্স্তায় পচে ___ আদুরীর টুকরো শরীর

কিংবা প্রান্তিক___ চাহিদায় বিক্রি হয় ___ মানবীর গা গতর

আমরা তবুও ____লজ্জিত হইনি!



তেতাল্লিশ বছর পরেও___ যখন কন্যা দায়গ্রস্থ যোদ্ধা_ যুদ্ধ করে দরজায় দরজায়

স্বীকৃতির অপেক্ষায় ___ঘুষোয়াদের দরজায় বসে ___কুকুর হয়ে

পরাজিত চেতনারা ___ ঘুরে দাঁড়ায়___অস্থি মগজে___ সংবিধানে

________আমরা লজ্জিত হইনি।



এতটা নির্লজ্জ কি ___কখনোও ____কেউ হতে পারে! জাতি হিসাবে কিংবা মানুষ!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.