![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি
ছেড়ে যাওয়া সময়!
যে যার মতো যে যেখানে ছিল আমার জন্য
আমার অবলম্বন হয়ে সবাই ফিরে গেছে নয়তো পালিয়েছে
আপন আঙ্গিনায়, আপন ঠিকানায়!
জন্মের পর যে মা'কে ধরে দাঁড়িয়ে ছিলাম একদিন
এক পা দু পা করে আজ এতটা পথ আসা যার কাছেই ছিল শেখা
সেও চলে গেল! সেও চলে গেল আমার নি:শ্বাসের ভূল্যোক থেকে!
আটকাতে পারিনি তাকে খামচে ধরেছি আঁচল,তবুও চলে গেল।
যার হাত ধরে বাজার সদাই দেখা, পাখি আকাশ দেখা
যার হাত ধরে শিখেছি মেলায় যেতে, শিখেছি পিতৃত্বও,
সেও চলে গেল, আর ফেরেনি ;যারা যায় তারা আর ফেরেনা
কেউ থাকেনা কেউ থাকেনি পথ চেয়ে গরম ভাত থালায় ঢেলে।
এখন আমি একা ভীষন একা নিজেকে আর সামষ্টিক ভাবতে পারিনা।
যৌবনের লাল ঘুড়ি লাটাই সুতোয় আকাশে কেমন পতপত করে উড়েছে একদিন
ভালবাসার মখমল ছোঁয়ায় বড্ড সুখ দিয়েছিল সাদা কবুতর
গলাগলি দলাদলির ভীড়ে আড্ডা তুমুল ,নীড় গড়ে যাদের দিয়েছি আবাস
তারাও একদিন সময় গুনে বলেছে যাই রে সময় তো অনেক হলো!
যার হাতে একদিন মনটাকে সুদৃশ্য র্যাপিং পেপারে মুড়ে তুলে দিয়েছিলাম
ভাল লাগা মন্দ লাগার যা কিছু ছিল সবই তার আনুগত্যে দিয়েছিল পাড়ি
ঘর বাঁধতে গিয়ে ঘর ভেঙ্গে সেও চলে গিয়েছে সবার মতো বেদম নিষ্ঠুরতায়
আমার আশায় পলি জমে এখন দুর্গম কাশ বন, মনুষ্যবিহীন।
কেউ থাকেনি কেউ থাকেনা এখন আমায় হাত ধরে এগিয়ে নিতে
যাদের হাতে হাত রেখে একদিন সূর্য্য ছোঁয়ার শপথ নিয়েছিলাম
নিয়েছিলাম বন্ধনের শপথ- সবাই চলে গেছে যে যার মতো
মুমূর্ষ মানুষ হয়ে একাকী গড়াগড়ি খাই হাসপাতালের বেডে, পথ্যহীন, সম্ভাবনাহীন।
এখন চারদিকে শুনি বিদায়ের আওয়াজ - যাইরে সময়তো অনেক হলো ; যেতে হবে।
©somewhere in net ltd.