নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

তক্ষকঁ

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

তক্ষকঁ › বিস্তারিত পোস্টঃ

পদ্ধতি

০৪ ঠা মার্চ, ২০১৪ দুপুর ১:২৬

পদ্ধতি



এই প্রচলিত রাজনীতি সবই জানে

সে জানে এবং জানায় শেখে এবং শেখায় আর নতুন সূত্রগুলো সব আমার উপরই প্রয়োগ করে

তার গবেষনাগারে আমাকে নিয়ে চলে তার হিসেবি নিরীক্ষা।



কিভাবে চরম বিতর্কের মঞ্চে যুক্তির ঢেলা ভেঙ্গে আবাদ উপযোগী করতে হয় আদর্শের ভূমি

কিভাবে বিতর্কিত ইস্যুতে নিষিদ্ধ করতে হয় প্রতিকূল মতাদর্শ

টিকে থাকার নিয়ম-কানুন সে ভালোমতোই জানে

এবং আমায় নিয়ে সে চালায় গবেষনা নিরন্তর।



কান্নার ভান করে কিভাবে ক্ষমা পাওয়া যায় চরম অন্যায় করেও

কখন কিভাবে কি বললে মানুষ উত্তেজনায় ফেঁটে পড়ে

ভোটের বাক্স ভরাতে কাকে কখন জড়িয়ে ধরতে হয় বুকে

সে তাও জানে।



সে জানে কখন কিভাবে রং বদলাতে হয়,

মানুষকে টুপি পরিয়ে টেনে ধরতে হয় টুটি,

কখন পাশ কাটাতে হয়, , ব্যাস্ততা দেখাতে হয়

সে এও জানে জনমঞ্চে দাঁড়িয়ে কিভাবে জননেতা হওয়া যায়।



তার নতুন সূত্রগুলো উপূর্যপরি প্রয়োগ করে সে কেবল আমার উপরই

আর পদ্ধতি কৌশল গুলো প্রয়োগের সব কিছুই সে জানে।



আর সবচেয়ে ভালো জানে কিভাবে আমাকে পোষ মানাতে হয়

যেমন টা আমার প্রিয়তমা জানত!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.