নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

তক্ষকঁ

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

তক্ষকঁ › বিস্তারিত পোস্টঃ

মা

০৪ ঠা মার্চ, ২০১৪ দুপুর ১:২৮

মা



আজ কোথাও___ কোন লাল টেপে__ জোড়া লাগানো কাঁচ দেখলে

মা'কে ভীষন মনে পড়ে__ মা'র মুখটা চোখে ভেসে ওঠে।



জন্মের পর থেকেই দেখে এসেছি ____সংসার জুড়ে___ অনেক ফাঁটল___ ফাঁকা__

চীড় ধরা__ আমাদের সাধ-সাধ্য;

মা একের পর এক___ সংসারের ভাঙ্গা কাঁচগুলো টেপ দিয়ে আটকাতো__

টেনেটুনে__ অনেক মিলিয়ে__ জোড়া দিত__ সাধ এবং সাধ্যের অসমান ধারগুলো

ঘামে জলে ভেজা শীর্ণ শরীরে__ রাত ঘন্টা দিন মাস বছর__ এভাবেই কেটেছে।



কখনও হাসতে দেখিনি মা'কে__ আর সংসারের ভাঙ্গা ছেড়া অংশ গুলোতে___

তালি দিতে দিতে___ মা'তো হাসবার___ সময়ই পায়নি কখনোও

আমাদের আবদার___ বাবার অল্প রোজগার___ তার উপর মস্ত সংসারের ঘাণি__

টানতে টানতে___ একদিন সেও ভেঙ্গে যায়

অনেক চেষ্টা করেও___ সে ভাঙ্গন থামাতে পারিনি, না লাল টেপ___ না কাপড়ের তালিতে।



সংসার জোড়া দেয়া মানুষটা___ সংসারের ভার ধরে রাখা মানুষটা__

একসময়___ নিজেই ভেঙ্গে গেল___ ছেড়ে দিল হাল__ নিজেকেও টেকাতে পারেনি

বেড়া চালা__ সন্তানদের আহ্লাদ আবদার___ কান্না ভালবাসা__ তাকে আর__

পারেনি__ লাল টেপে জোড়া দেয়া কাঁচ করে রাখতে__ এ ভাঙ্গাচোরা সংসারে।



আজ__ কোথাও কোন লাল টেপে জোড়া লাগানো কাঁচ দেখলে__ মা'কে ভীষন মনে পড়ে

মনে পড়ে___ মায়ের ভাঙ্গাচোরা সংসার।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.