নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

তক্ষকঁ

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

তক্ষকঁ › বিস্তারিত পোস্টঃ

অপূর্ন প্রেম।

০৫ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:৪৯

অপূর্ন প্রেম।



এখনও কাউকে সেরকম করে পাওয়া হয়নি, যা চেয়েছি অনেকের মতো।



অগোছালো বেডরুমের পরতে পরতে মাখিয়েছি স্বপ্নের, আকাঙ্খার

আসমানী রঙ

সন্ধ্যে বেলা গড়াই পাড়ে দেখেছি কত ভালবাসারা লুটোপুটি খেয়েছে

অথর গুলোতে পাক খেয়েছে নদীর ভয়াবহ জলস্রোত

প্রতি ভ্যালেন্টাইনে ফুলের দোকানে হলুদ বোলতা গুলো গুনগুন গান শুনিয়েছে

আমি দাঁড়িয়ে থেকেছি: কেবলই, একজনকে পাবো বলে।



পার্শ্ববর্তী বারান্দায় সকালের খোলা চুলের রমনীগুলোর

চোখে দেখেছি তৃপ্তির বুদবুদ রোদে আলোয় দারুন চকচকে

পার্কের বেঞ্চিতে, গাছতলায় , শানঘাটে কতজনকে দেখেছি হাঁসতে কাঁদতে

কিংবা হাতের বাঁধনে বুকে বুকে ইতিহাস গড়তে

খোঁপায় ফুল গুজে বাসন্তী শাড়ীতে দেখেছি কতজন কতজনায় বিলীন হয়েছে

শীত শেষে নতুন করে এসেছে বসন্ত ,মনে দেহে এবং বাতাসে।



অগোছালো বিছানায় নিজের সাথে নিজেই অভিনয় করি এখন, কখনো আমি সেজে

কখনো সে,তবু সময় থেমে থাকেনি আমার সাথেই আমার এখন ভীষন প্রেম

অভিমান করি আবার মনের মাধুরীতে তাকে সাজাই

তাকেই করে তুলি ভীষন যৌবনবতী; পাশের বাড়ীতে মধ্যরাতে বাতি নিভতে দেখে

আমিও ঘরের বাতি নেভাই।



এখন আমার প্রতি সকাল কাটে দারুন

পাশ্ববর্তী বারান্দায় দেখি ভেজা চুলে রমনী হাঁটে, রোদে চকচক করে তার দেহের আয়না

বাতাসে দোল খায় দড়িতে ঝুলানো ভেজা অর্ন্তবাস!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.