![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি
আকাঙ্খা
এক পা দু পা করে আমি এগিয়ে গেছি তোমাদের জনপদ অভিমুখে
কি সুউচ্চ অট্টালিকা! তারা আকাশের বুক ফুঁড়ে হাসে গর্বিত বটের মতো
তোমাদের গায়ের গন্ধে ফুল পাখিরাও আনুগত্যে লাল হয়ে যায়
ঢাউস আকৃতির মেদবহুল শরীর গুলো কেমন আয়েশে দোলে পেন্ডুলাম হয়ে।
জনপদের রাস্তায় রাস্তায় চলে শোভাযাত্রা মানবন্ধন
অধিক শান শৌকতের চাহিদায়
তোমাদের ওখানে চলে মদ জুয়ার আসর চলে ক্যাসিনো, লটারি
একের পর এক গাড়িগুলো যায় আসে
রেশমী গরাদে ঢাকা উর্বশীগুলো কতটা সাবলীল!
তোমাদের জনপদের খাবার গুলোর ঘ্রান এতদুর অব্দি চলে আসে
আমি আমার পায়ের গতি আরোও বাড়িয়ে দিই
এক পা দু পা করে অনেকটা কাছে চলে যাই
তোমাদের জনপদের সুগন্ধী খাবার দাবারের গন্ধে আমি ব্যাকুল হয়ে উঠি
আরও দ্রুত এগোতে থাকি
আরোও দ্রুত
সুগন্ধী খাবার ,অভিজাত জীবন
আমায় হাতছানী দেয়
উর্বশীর শরীর
খাবার দাবার ।
এক পা দু পা করে আমি পৌছে যাই তোমাদের জনপদের অতি নিকটে।
অবশেষে হাতে পাই এক স্নিগ্ধ সকাল।
©somewhere in net ltd.