![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি
বিবর্তন।
ঘরের শো-পিচ, ফুলদানী কিংবা ফুলদানীতে সাজানো ফুল হিসাবেই তোকে বেশি মানাতো
এই বারো বাজারীর দেশে তুইও বাজারী হয়ে গেলি!
শাক-সবজি লতাপাতা শস্যের মতো তোকেও ওরা সের লিটার দরে কিনে নিয়ে যায়
বাজারের ব্যাগে গাদাগাদি করে তুইও পৌছে যাস বাজারীদের ঘরে
তোকে নিয়ে যজ্ঞ চলে কাটাকুটি করে তৈরি করে মুখরোচক খাবার দাবার
স্যুপ কিংবা পুঁটি মাছের চচ্চরি
মুখরোচক আচার শীতে ডালের বড়ি।
বাজারী তোকে নিয়ে যায় সবজী কিংবা শিকে গাঁথা কাবাব বানাতে
সকালের নাস্তায়, দুপুরের খাবার
অতিথি আপ্যায়নে বিকেলের নাস্তার টেবিলেও তোকে আজ দেখা যায়
রাতের ভুরি ভোজের জন্য তোকে তৈরি করে মদ ছোলা ভাজার পাশে
তোকে গিলতে থাকে বাজারী মানুষগুলো।
তোর জন্য এখন ঘরের কর্নার গুলো বড্ড খালি খালি মনে হয়
বড্ড শুন্য মনে হয়।
এখন বাজারীদের সকল অভাব মিটিয়ে তুই হয়ে গেছিস ওদের পায়ে চ্যাপ্টা পাদুকা
আর অল্প দিনেই তোর সকল প্রয়োজন ফুরিয়ে যাবে ওদের কাছে।
এখনও ঘরগুলো তোর পথচেয়ে বসে থাকে, বসে থাকে ফুরিয়ে যাওয়া কোন এক বাজারীর অপেক্ষায়।
©somewhere in net ltd.