নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

তক্ষকঁ

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

তক্ষকঁ › বিস্তারিত পোস্টঃ

অত:পর

০৯ ই মার্চ, ২০১৪ দুপুর ২:০২

অত:পর



হাত ছেড়ে হাত ধরতে পারিনি আজোও

অথচ কত হাতে হাত বদল হলো তোমার সমস্ত মন মগজ এবং ভালবাসা

রাস্তা ছেড়ে খাদের কিনারে দাঁড়িয়ে যখন দেখি সুর্য্য ডুবতে খানিক দেরি আর

তোমাদের রাস্তায় তোমরা হেঁটে চলেছো অরিন্দম হয়ে নতুন দিনের খোঁজে

নতুন আলোর খোঁজে

পাপহীন।



আমার উলট পালট ঘর চুনখসা দেয়ালের নাগরিক টিকটিকি

অগোছালো বিছানার বালিশ চাদর কিংবা_

ফুলদানির প্রাগৈতিহাসিক ফুলগুলো

আজ অকাতরে আমায় সঙ্গ দেয়, আমার হা -হুতাশ করা আশাগুলোর দেহে

মাখায় সান্তনার তুফান মলম

অথচ তোমাদের ঘর এখন ভীষন আলোকিত

না নাগরিক টিকটিকি

না বিছানার অনিয়ম কিংবা

ফুলদানির ফুলগুলো, তোমাদের সবই এখন দারুন নিয়মিত।



শরীর ছেড়ে এখনও শরীর পাওয়া হয়নি

হাত ছাড়া হাত এখনও হাতড়ে বেড়ায় সোনালী দিন

কড়া রোদের উত্তাপ

অলস বিকেল ভুলে রাত্রির বুকে ঝাপ দিয়ে

মাখি আঁধারের জল , ভাবি সকালতো হবেই!



এক এক করে তোমাদের রাত আসে সোহাগ কিনে

তোমাদের রাত আসে সাজানো সফেদ বিছানায়

তোমাদের রাত নিভিয়ে দেয় ঘরের আলো

প্রান পায় তোমাদের কাম বুভুক্ষ শরীর;

এক এক করে আমার রাস্তা ছেড়ে দুর বহুদুর সরে যাও

এক এক করে ............

আমার দির্ঘশ্বাসে ফিরে আসে চুনখসা দেয়াল, নাগরিক টিকটিকি

অগোছালো বিছানায় পড়ে থাকে আমার ক্লান্ত লাশ

তোমাদের কাছে হেরে যাওয়া জীবন্ত লাশ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.