| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তক্ষকঁ
আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি
শতাব্দির মজেজা!
সবাই ঝুলছি
ঝুলন্ত বাদুড় গুলোর মতোই;
এই একবিংশ শতাব্দির প্রাক্কলিত ডালে ঝুলবারান্দা হয়ে
আত্বাহুতির জন্য ঝুলছে প্রান্তিক গন মানুষের দল।
অফিস আদালতে মানুষ গুলো দিনের পর
দিন ঝুলে থাকে সিদ্ধান্তহীনতায়
রাষ্ট্রীয় মতবাদ ঝুলে যায়
আঁধারে পথচলা বাদুড়ের মতোই
ইলেকট্রিক খাম্বায় টাঙ্গানো সুক্ষ সরু তারে;
ঝুল মানুষেরা ঝুলে ঝুলে দ্যাখে
অচলায়নের দুনিয়া
দেশ সমাজ
এবং ঝুলতে থাকা মধ্যবিত্তের পরিবার
হাড়-জীর্ন মানুষগুলোর চাহিদা অভাব অভিযোগ
আবেগ ভালবাসাগুলোও ঝুলতে থাকে
পেটের প্রশ্নে।
দিনের প্রশবনে রাত রাতের প্রশ্নে দিনের উত্তর
তথাকথিত মানবতা,
শহর সভ্যতাও একদিন ঝুলে যায়
গ্রামের গর্তে লুকিয়ে থাকা ঘুগুরের দল
শহরমুখী মানুষের চোরাস্রোত ঝুলে যায়
বেশ্যাবৃত্তির ভয়-ডরে।
মানুষের বাগানে ফলিত ফসল
সম্মন্ধ রাগ রোগ কিংবা কমরেডের
আহবান একবিংশ শতাব্দির দাবানলে
ঝুলে যায় প্রবল সতর্কতায়।
ঝুলন্ত রাষ্ট্রব্যাবস্থায় আমরা সবাই এখন বাদুড়!
©somewhere in net ltd.