![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি
স্বাপ্নিক বেকার
বাবা -মা'র চোখে স্বপ্ন:
ছেলেটা একদিন চাকরী পাবে,মাস গেলে অন্তত বাঁচার মতো
একটা অংকের বেতন পাবে
তারপর সময় সুযোগ মতো ওর জন্য নিয়ে আসব টুকটুকে একটা বউ
ঘর জুড়ে থাকবে বেঁচে থাকার ভালবাসার আবহ।অতি সাধারন একটা স্বপ্ন।
বোনটার কোন বায়নাই মেটাতে পারিনি এ যাবৎ; বলেছে শুনেছি
হবে দেব, নিশ্চয়- এতেই প্রতিবার নিবৃত হয়েছে বোনটা
নিজেরও তো সাধ আহ্লাদ থাকে!
আমি জানি ওর হাতে যদি সামান্য একটা মোটামুটি মানের প্রসাধনী দেয়া যায়
ও খুশি হবে অনেক খুশি, টাকার অংকে অমূল্য
তাও পারিনি, হয়ে ওঠেনি অর্থাভাবে।
একটা চাকরী চাই, একটা চাকরী। বেঁচে থাকার মতো।
চাকরীর পিছে ছুটতে ছুটতে, চাকরীর বাজারে নিজেকে বড় বাজারী মনে হয়
বাজারী মেয়েমানুষ, বাজারী লোকগুলো যেমন যা করে ঠিক তেমন।
চাকরী চাই ওদের স্বপ্ন বাঁচাতে
চাকরী চাই বেঁচে থাকার জন্যে
চাকরী চাই স্বপ্ন দেখতে
লাল- নীল স্বপ্ন ,টুকটুকে বউয়ের স্বপ্ন, ভাপ ওঠা ভাতের স্বপ্ন।
©somewhere in net ltd.