![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি
বিনিময়
ছিঁড়ে যায় রাতের আঁধার নি:স্ব কালহুতুমের মাতমে আর একবার
কেঁপে ওঠে আমার বিরান ভিটে
ছেড়া চাঁদ ভীষন মায়াবী চোখে চেয়ে থাকে চেয়ে থাকে
এক ক্ষয়ে যাওয়া ঘুমহীন মানব আয়নায়;অপলক।
শনশন বাঁশবনের গান ভেসে আসে ভিটে অব্দি, ঝি ঝি দলের মিছিলে মশাল জ্বালায়
ভীষন মেজাজী জোনাক,আমার ঘুম আমার চেতনার ঘুনগুলো তখনো মহা বেরসিক
তখনো নিদের বিছানায় গা মেলেনি বুড়োপাকড়ের ঝুরিগুলো
আমার কানে বেজে ওঠে বেহায়া কোকিলের সময় জ্ঞানহীন ডাক।
গাঁয়ের শরীর ঘেষা রেললাইন রাতে একবারই ডেকে ওঠে
এই ছেঁড়া রাতে স্টেশন প্রহরীর মহা ধুম পড়ে যায় ঘুমের আয়েসে
রেল আসেনা আসেনা চেনা অচেনা মুখগুলো, আসেনা দুরের ধুলিমাখা
রেল গাড়ী, তারও নাকি আজ ছুটি।
ছুটি ছুটি ছুুটি সবারই এক এক করে ছুটি হয়
ছুটি পায় ছেঁড়া রাত কালহুতুম
বাঁশবন জোনাক বুড়ো বট রেলগাড়ী
কেবল আমার ছুটি মেলেনা ; বেহায়া কোকিল রাত দিন
কেবল আমাকেই করে তোলে ভীষন রকম আবেগী, নিদ হীন।
আমার আবেগী রাত বেঁচতে চাই, বিনিময়ে একটু ঘুম দিও চোখে
কতকাল হলো ঘুমাইনি।
©somewhere in net ltd.