![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি
গভীরের শব্দ
বহুদিন ধরেই নদীটাকে দেখছি।
তীর ঘেঁষা স্রোত ভেঙ্গেছে
আমার ভিটে, বুকের পলিতে বাঁধানো শান ঘাট;
তবু ওই জলেই ভিজতে চেয়েছি
ডুবে ডুবে জল খেয়ে
পানকৌড়ি হতে চেয়েছি।
অনেকবার ঢুকতে চেয়েছি
ওই ওম ঘরে
ওম নিয়ে ঘুম নিয়ে বসতি গড়ে
প্রজন্ম বাড়াতে চেয়েছি
শহর গড়ে নাগরিক হতে চেয়েছি।
আজ তোমাকে যখন হাতের মুঠোয় পেলাম
ঘর নদী ভিটে বাগান ভূলে
আকাঙ্খিত ওম ভুলে
হয়ে গেলাম নির্বাক;
কোথায় কামনার শতদল
কোথায় ওম প্রার্থনা
কোথায় লুটপাটের নিল নকশা!
ও চোখে চেয়েই হাত ছাড়া হলো
আর একটা সূবর্ণ সুযোগ আমার।
©somewhere in net ltd.