![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি
অপমৃত্যু
ঘন শ্বাসে ভারি হয় পুরনো দেয়ালের ঘর,
ঘর জুড়ে শুধুই ঘন শ্বাসের পায়চারী
মানবীর শরীরে মনে কালবৈশাখীর ভয়
ঝড় ওঠে, ঝড় প্রবল হয়
তুফান ওঠে তুফান প্রবল হয়
ভাঙ্গন আসে মহা ভাঙ্গন
ভাঙ্গতে থাকে এক এক করে শরীরি ভিটে
সাধের আয়না,
কাঁচের চুড়ি
ভাঙ্গতে ভাঙ্গতে ঝড়ে কাঁপতে কাঁপতে
একসময় শিয়াল-কুকুরের পাল ডেঁকে ওঠে স্বমস্বরে
হুক্কা-হুয়া হুক্কা হুয়া
ঘেউ ঘেউ।
ঝড় থেমে যায়
পুরোনো দেয়ালের ঘরটা কেঁদে ওঠে
শিয়াল- কুকুরের জাতীয় সংগীত শেষ হয়;
অন্ধকারে চারদেয়ালের মাঝে__নিথর পড়ে থাকে সদ্য আহত
কলমীফুল।
©somewhere in net ltd.