![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি
//শাহজাহান পারভেেজ রনি//
আমরা থাকি পথের ধুলায় মিশে, পথেই বসে মোদের সুুখে হাট
তোমরা থাকো ধুলার বাইরে সফেদ, গায়ে মেখে সুখে ঠাট-বাট
তোমরা আছো উচু অট্টালিকায়, ঠান্ডা হাওয়ায় উবে ভেজা ঘাম
আমরা আছি রোদের মানুষ হয়ে, রোদে পোড়ে জীর্ণ দেহ-চাম।
তোমরা দ্যাখো সুখের শতদলে, ফোঁটে কত সুখে রাঙ্গা ফুল
আমরা দেখি বাঁচার ভীষন শর্তে, শুধরে নিতে জন্মগত ভূল।
তোমরা হাওয়ায় হাওয়ায় উড়া পাখি, টান বিহীন এক মুক্ত ডানায় সুর
আমরা মরি ভাতের থালায় ডুবে , সুখ পাখি তাই থাকে বহুদুর।
তোমরা ভাবো টাকার পাহাড় গড়তে, দিনকাটে তাই টাকার বাদ্য শুনি
আমরা ভাবি শাবক গুলোর অন্ন, ঘামের মাঠে সপ্ন যে তাই বুনি।
তোমরা আছো চিলে কোঠায় বসে, দেখতে নিচে মানুষগুলোর দিন
আমরা মিশে নিচে পথের ধুলোয়, হিসেব করি জন্মগত ঋন।
©somewhere in net ltd.