![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি
সময় শেষে
চলে যাবে?
যাও বাধা দেবনা
পথ বাড়াবো না তোমার, পথ পথেই থাকুক;
হবোনা সীমান্তরক্ষী কোন
শুধু একবার কেবল একবার চোখে তোমার ভাসতে দিও,ভিজতে দিও
শুধু একবার খুন করে যেও হাসিতে তোমার।
চলে যাবে ভেবেই তো
দরকারী কথাগুলোকে অদরকারী করে
কেবল তোমাকেই গিলেছি সুধা-সুরা ভেবে, অমিয় ভেবে
কইনি কোন কথা
কেবল চোখে চোখে, চোখে চোখে
হয়েছে ডুবসাতার!
চলে যাবে?
যাও বাধা হবনা
বিকেলের আলো হয়তো ডুববে অমাবস্যায়
কিংবা দিন আসবেনা আর এমন
শুধু একবার কেবল একবার তোমার ঘন শ্বাসে চুরমার করো সকল আড়ষ্ঠতা
শুধু একবার খুন করে যেও,তোমার খুনী চাহনীতে।
চলে যেতে যেতে সন্ধ্যা নামে আমি তাকিয়ে থাকি, তাকিয়েই থাকি
চুলে আঁধারে মিশে সন্ধ্যাটাও খুন হয় আমারই মতো।
©somewhere in net ltd.