নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

তক্ষকঁ

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

তক্ষকঁ › বিস্তারিত পোস্টঃ

সত্যানুভূতি

১৬ ই মার্চ, ২০১৪ দুপুর ১:৫১

সত্যানুভূতি



জীবনরে তুই আবার নতুন করে ফিরে আয়।



ফসলহীন এই মাঠে আবার শস্য হয়ে আয়

মরা নদীতে

চুন ঝড়া মাংস খসা শহরে

যৌবনাবতীর চোখে সাহসে

তারুন্যে,সংগ্রামে

ঘুমন্ত মানুষের স্বপ্নে-

আয় ,ভুখা উদরে খাবারের জামিন হয়ে ।



জীবনরে তুই আবার নতুন করে আয়

আমার মৃত কবিতায়

কলমে, কালিতে

ছন্দে

উপহাস-উপভোগে

স্যাতসেতে বাগানে

ঝরাপাতার উঠোনে

ডালে -চালে উনুনে

তুই ফিরে আয় এক শতক আশা হয়ে;

নিরাশার চৈত্রে

দহনে-গহনে

চাঁদে জোৎস্নায়

অথরে-নধরে

শনিতে শুভ্রতায়

তুই ফিরে আয় প্রবল ঘূর্নি হয়ে।



জীবনরে তুই আবার নতুন করে আয়

কামে- ক্ষুধায়

তৃপ্তি তেষ্টায়

জননে জ্বলনে

শাড়ীতে আঁচলে

রুমালে চাদরে

আদরে আদরে

শ্লোগানে মিছিলে

ক্লান্ত শরীরে

পাপে পূন্যে দেয়ালে দেয়ালে;

তুই ফিরে আয়।



জীবনরে, তুই ফিরে আয় নতুন করে

আমার ভিতরে ওদের ভিতরে

লাশের গন্ধে ফুলের গন্ধে

কবরে খবরে

আদাড়ে-বাদাড়ে

জোয়ারে খোয়াড়ে

ভগবানে-ভক্তিতে

খাটিয়া-চিতায়

তুই আবার ফিরে আয়।



জীবনরে তুই ফিরে আয় নতুন করে

আমাদের অসত্য দিনে অসত্য ভালবাসায়

আমাদের বানিজ্যিক চাওয়া পাওয়ায়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.