![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি
সত্যানুভূতি
জীবনরে তুই আবার নতুন করে ফিরে আয়।
ফসলহীন এই মাঠে আবার শস্য হয়ে আয়
মরা নদীতে
চুন ঝড়া মাংস খসা শহরে
যৌবনাবতীর চোখে সাহসে
তারুন্যে,সংগ্রামে
ঘুমন্ত মানুষের স্বপ্নে-
আয় ,ভুখা উদরে খাবারের জামিন হয়ে ।
জীবনরে তুই আবার নতুন করে আয়
আমার মৃত কবিতায়
কলমে, কালিতে
ছন্দে
উপহাস-উপভোগে
স্যাতসেতে বাগানে
ঝরাপাতার উঠোনে
ডালে -চালে উনুনে
তুই ফিরে আয় এক শতক আশা হয়ে;
নিরাশার চৈত্রে
দহনে-গহনে
চাঁদে জোৎস্নায়
অথরে-নধরে
শনিতে শুভ্রতায়
তুই ফিরে আয় প্রবল ঘূর্নি হয়ে।
জীবনরে তুই আবার নতুন করে আয়
কামে- ক্ষুধায়
তৃপ্তি তেষ্টায়
জননে জ্বলনে
শাড়ীতে আঁচলে
রুমালে চাদরে
আদরে আদরে
শ্লোগানে মিছিলে
ক্লান্ত শরীরে
পাপে পূন্যে দেয়ালে দেয়ালে;
তুই ফিরে আয়।
জীবনরে, তুই ফিরে আয় নতুন করে
আমার ভিতরে ওদের ভিতরে
লাশের গন্ধে ফুলের গন্ধে
কবরে খবরে
আদাড়ে-বাদাড়ে
জোয়ারে খোয়াড়ে
ভগবানে-ভক্তিতে
খাটিয়া-চিতায়
তুই আবার ফিরে আয়।
জীবনরে তুই ফিরে আয় নতুন করে
আমাদের অসত্য দিনে অসত্য ভালবাসায়
আমাদের বানিজ্যিক চাওয়া পাওয়ায়।
©somewhere in net ltd.