নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

তক্ষকঁ

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

তক্ষকঁ › বিস্তারিত পোস্টঃ

পথিক

১৬ ই মার্চ, ২০১৪ দুপুর ১:৫৩

পথিক



দাও না বাপু ,যেতে দাও; যেতে দাও আমাদের

তোমাদের অনেক কথাই তো শুনলাম এতদিন

বয়েসটাতো কম হলোনা !



তোমাদের কথামতোই একদিন ঘর ভেঙ্গে ঘরের স্বপ্ন দেখেছি

জাতের বিবাদে অজাতের হাত ধরেছি

মায়ের শাড়ী ধরে টানাটানি করেছে পশ্চিম পাড়ার শকুন

কন্ঠে লাগাম দিতে চেয়েছিল তোমাদের মজলিসি ভাই।



সব মনে আছে কিছুই ভুলিনি।



তোমাদের কথামতো ঘর ছেড়ে সখিনা এবং দুধের বাচ্চা ছেড়ে

আমরাও তো একদিন মাঠে নেমেছিলাম

বিরান বুকে , বিরান আকাঙ্খার মাঠে ফসল এনেছিলাম

দিয়েছিলাম লাল সবুজের ঠিকানা।



সবই তো মনে আছে ,ভুলিনি কিছুই।



সরতো বাপু আর বুলি ছেড়োনা ,যেতে দাও আমাদের

তোমাদের কথা মতোই তো ছেড়েছি সখিনা , দুধের বাচ্চা,ভাতের থালা

তোমাদের কথামতোই যৌবনের উত্তাপ ছড়ালাম সংগ্রামে সংগ্রামে

তোমাদের কথামতোই সঠিক স্রোতে থেকেও আমার ঠিকানা নেই আজ।



আজ তোমাদের কাছেই শিখতে হচ্ছে কি করে ভালবাসতে হয় দেশ!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.