![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি
মধ্যরাতের ভালবাসা
আজ আমার ভালবাসার কথা
নিংড়ে দেবার কথা এতদিনের সঞ্চিত সুধা
ঢেলে দেবার কথা বিসুভিয়াসের উদগিরন
ধুম,ছাই নুড়ির ঢল সমেত অগ্নুৎপাতের কথা;
তোকে আরোও নিকটে আনবার কথা
তোর আরো কাছে আসবার কথা।
আজ আমার চুড়ান্ত পরীক্ষায় অবতীর্ণ হওয়ার কথা
শরীরের পাতায় পাতায় লিখার কথা ভালবাসার সাতকাহন!
রাত আসে আমি অপেক্ষায় থাকি
রাত গভীর হয় আমি অপেক্ষায় থাকি
আমার বিছানা, ঘর চৌকাঠ, দখিনা জানালার সমীরন
ছাদ জুড়ে জোৎস্নার প্লাবন
অপেক্ষায় থাকে
অপেক্ষায় থাকে আমার ভেতরের টগবগে কাম-ভালবাসা।
অপেক্ষায় থাকি আমি ।
অপেক্ষা অপেক্ষা অপেক্ষা ;
রাত ফুরিয়ে যায়, কেটে যায় তোর পূর্নতায়
কমন-জ্বলনে আরোও একটা রাত।
কথা কেবল কথার বন্ধনিতেই থেকে যায়।
কথাগুলো ঘুমিয়ে পড়ে মধ্যরাতের ভালবাসায়।
©somewhere in net ltd.