নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

তক্ষকঁ

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

তক্ষকঁ › বিস্তারিত পোস্টঃ

একজোড়া চড়ুই হতে

১৮ ই মার্চ, ২০১৪ দুপুর ২:০১

একজোড়া চড়ুই হতে



খুব সকালে ঘুম ভেঙ্গে দেখি আমার চুনভাঙ্গা দালানের ঘুলঘুলিতে

সকালের বৈঠকে বসে একজোড়া চড়ুই

দালানের গাঁয়ে হেলান দেয় আবেগী রোদের মিত্রতা

বাগানের পাখি ফুল বুঝি আমাকেই জানায় সুস্বাগতম

আমার সারারাতের বিছানা বালিশী নালিশ

রং ছাড়া ক্যানভাস

ডালিম ডালের টুনটুনি ডাকে জানালার পাল্লায়

হয়নি ফুলদানী সাজানো, তাই ভেতরের নির্ঘুম কলমী ফুলে

সাজাই বেঢপ ফুলদানীটা।



মানুষ বাড়ে রাস্তায়,বাড়ির সামনে চায়ের দোকানে

অফিসগামী মানুষে, কাজের মানুষে ,পড়ার মানুষে, গড়ার মানুষের

ঢল নামে, ব্যাস্ত হয় বাগান, ব্যাস্ত হয় দালানের রোদ

ব্যাস্ত হয় আমার শরীরে শুকিয়ে যাওয়া বিগত ঘামের ঢেউ।



আমি খুব সকালে ঘুম থেকে জেগে দেখি -

আমার ঘুলঘুলিতে নেই কোন চড়ুই

আমার বিরান-খাঁ খাঁ ময়দান মন্দির উঠোন সেখানেও নেই;



যার থাকবার কথা চুনভাঙ্গা দালানের পরী হয়ে

যার থাকবার কথা বালিশী আয়েশে

সে দূর বহুদুর

অনেক দূর ।



আরোও একটা সকাল আমার মিথ্যে হয়ে যায়, কেবল

সত্য হয়ে রয় ঘুলঘুলির একজোড়া চড়ুই আর

তাদের সংসার-কথন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.