নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

তক্ষকঁ

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

তক্ষকঁ › বিস্তারিত পোস্টঃ

বিরহী আত্বা

২৩ শে মার্চ, ২০১৪ দুপুর ১:৫৮

Shahjahan Parvez Rony

March 20 at 3:27pm



বিরহী আত্বা



কবেকার কথা পড়িল মনে এই বিরহের কালে

দু:খীরাম তাই কাঁদিয়া উঠিল আপন অন্তরালে।



আকাশ চাহিয়া পাইনিকো মেঘ, পেয়েছি শুধুই খরা

শ্রাবনের মেঘ ঝরায়েছে শুধু বেদনার বীষ ঝরা।



কবেকার সেই ভৈরবী সুর এখন ভীষন তেঁতো

মন্দিরাতে তাল ফুরায়ে দারুন বেসুরা সে তো!



আজ আর নাহি প্রানের ভোমরা প্রানের ফুলে ফুলে

দু:খীরাম আজ কেবলই কাঁদিছে ভূল ফোটানোর ভূলে।



এদিক ওদিক চাহিয়া কেবলই দু:খের গীত শুনি

ঘরের কোনেতে একেলা বসি বিরহী নকশী বুনি।



সেদিনের সে হলুদ নীদেরা হারায়ে তাহার রুপ

নির্ঘুম কালের কালো কোকিলও হয়ে রয় আজ চুপ।



কবেকার কথা পড়িল মনে আজি এ বসন্তে হায়

ভেতরে দু:খীরাম বসিয়া বুঝি তাই কেবলই কাঁদিয়া যায়।



ভুলিয়া যাইব সকলি আমি যদি পাই তার দেখা

যাহার কাছেই কাঁদিবার পাঠ একদা আমার শেখা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.