নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

তক্ষকঁ

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

তক্ষকঁ › বিস্তারিত পোস্টঃ

আন্দোলনের ডাক

২৩ শে মার্চ, ২০১৪ দুপুর ১:৫৯

আন্দোলনের ডাক



আজ সময় হয়েছে অসময়ের দিন শেষে

আজ সূর্য উঠেছে অনেক দিন বাদে

ঘুরে দাঁড়াবার

ঘর ঘর করে যারা এতদিন বন্দী করেছে তোমাদের

ধর্ম ধর্ম করে যারা বেঁধেছে শেকলে

তাদের অচলায়তনে আজ মুক্তির জয়গান

তাদের শৃঙ্খলিত সময় আজ মুক্তির স্বাদে

প্রস্তুত ভাঙতে গোত্র বিভেদ।



বেরিয়ে এসো যত দুহিতা, রমনী ভগ্নীর দল

বেরিয়ে এসো সময়ে কড়া রোদে

বেরিয়ে এসো সময়ের সম্মিলনে

সভ্যতা বহুদিন তোমাদের ছাড়াই

চলেছে টালমাটাল।



কান্নার জল, ঘোমটার আড়াল এবং রক্ষিতা হয়ে

খাঁচার ময়না হয়ে

সজ্জাসঙ্গী হয়ে তো কাটালে অনেক

এখন না হয়, মুক্ত বিহঙ্গীনি হও

এখন না হয় খোলস ছাড়া হও

এখন না হয় জীবন নিয়ে

হয়ে ওঠো জীবিত;

হেলায় হেলায় আর কত!



আজ দলে দলে ঘর ছেড়ে এসো সভ্যতার কারিগর

সভ্যতার ভূল ভেঙ্গেছে,

আজ ধনে মানে হয়ে ওঠো মানুষ

দ্যাখো অসভ্যদের ভূল ভেঙ্গেছে,

মানুষ মানুষ মানুষ কত মানুষ

তোমরাও মানুষ হয়ে মানুষ গড়ো

মানুষের ভীড়ে মানুষ হও।



ভেঙ্গে ফেল যত ফতোয়ার জাল-জুয়াচুরি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.