![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি
জগৎ সাঁই
(এক)
সাঁই বিনে কি সাধন হবে এ ভব সংসারে
মন বিনে কি মনের নাগাল মেলে
মন ছেড়ে যে গোলক ধাঁধায় শুণ্য বরিষণে
মেঘ বিনে কি চাতক তিয়াস মেটে!
(দুই)
সত্য ছাড়া সত্য সাধু চলছে উদোম হেঁটে
তার ছাড়া এক তারের দেহ লয়ে
হঠাৎ বাজে মন্দিরাতে তান
শুন্য মাজার শুন্যে উঠে ভরে।
(তিন)
পথ ভোলা এক ফকির মানব জনম
খেয়াল ঘুটে খেয়াল চুমে খায়
সাঁই ধরিয়া বুকের ভব ঘের এ
ভজন সাধন হইছে নিরালায়।
(সর্বশেষ)
অপার কৃপায় জগত জনক সেজন
আয়না মেলে আয়না ধরে ছবি
দিব্যজ্ঞানের উঠলে বাতি জ্বলে
দেয়রে দেখা জগত গড়ের কবি।
©somewhere in net ltd.