![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি
ঝরা দিনের শেষে
কোন এক মন খারাপের দিনে তোমার হাত ধরে গিয়েছিলাম নদীর কাছে,
রাই তিশি বন পেরিয়ে ছোট্ট খালটা ডিঙ্গিয়ে, এক আধমরা বিকেলে;
জল, স্রোত , রাই ফুল তিশি ফুল-
আমায় সেদিন প্রান দিয়েছিল।
কোন এক মন খারাপের দিনে তোমার কাছ থেকে শিখেছিলাম কি করে মন ভেজাতে হয়
অলস ঢেলার মতো শুকনো মন যতো, কি করে ভালবাসার মুগুরিতে ভাঙ্গতে হয় দেদারছে;
বিরানে হেঁটে হেঁটে কি করে জলের কাছাকাছি যেতে হয়
কাঁশবনে শুয়ে কি করে বাতাসের শব্দ শুনতে হয়
কি করে প্রানান্ত গুন টেনে টেনে জীবনকে জীবনের কাছে নিতে হয়
তোমার এক বুক হাসি আমায় ভুলিয়েছিল কাল হুতোমের বিষাদ
আমি প্রান পেয়েছিলাম সেদিন।
দেখতে দেখতে পনেরটা বছর কেটে গেল, দেখতে দেখতে নদীটাও শুকিয়েছে খানিক
রাই তিশি ক্ষেতে এখন বাঁধানো বেঞ্চির হেলানে ফিসফাস প্রেম নাকি আধুনিক হয়েছে ভীষন
জল,স্রোত রাই ফুল তিশি ফুল, হলুদ টুনটুনি
আর প্রান দেয়না কাউকে, কেউ-ই হয়ে উঠেনি সেদিনের সে যুগলের মতোন।
এখন মন খারাপের দিনে নদীটাও যেন কিছু একটা খুঁজে ফেরে
এখন মন খারাপের দিনে বিরান ক্ষেত যে তোমাকেই চায়;
মরা বিকালের কোলে মাথা রেখে চলো আবার পথচলি দুজন দু'জনায়
রাই তিশিরা আবারও উঠুক ফুঁটে।
©somewhere in net ltd.