নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

তক্ষকঁ

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

তক্ষকঁ › বিস্তারিত পোস্টঃ

কালোরাতের হাসনাহেনা

২৫ শে মার্চ, ২০১৪ দুপুর ১:৩২

কালোরাতের হাসনাহেনা



এখন অন্ধকার এখন নিকষ কালোদের কাল।



শহরতলীর বুক বেয়ে চলে যাওয়া রাস্তাটা সাঁতরে উঠেছে মহাসড়কে;

ইস্কুল পোষ্ট আপিস বড় নর্দমার পাশ ঘেষা দোকান-পাট ঘর ইমারত কিংবা

পার্কের মোজাইক বেঞ্চিতে আয়েশে ঘুমায় অন্ধকার কালো

ফুটপাতের বিছানায় কালো দেখছে কালো মানুষের দল,

সারাদিনের দৌড়ে বেড়ানো বাদামের ঠোঙা, চিপস কিংবা সোনালী সিগারেটের

ভদ্দরলোক প্যাকেট সবাই অন্ধকারে নিচ্ছে বিশ্রাম,কালোতে আঁধারে

মোড়ের চায়ের দোকান, বুড়ো কদমের শাখা কোমাতে যাওয়া বাঁশঝাড়

সবাই, সবাই এখন অন্ধকার নিকষ কালোদের পেটে।



এখন অন্ধকার এখন নিকষ কালোদের কাল

এখন অন্ধকারে জীবন বেঁচার কাল

এখন জীবন বেঁচে জীবন কেনার কাল

এখন হাসনাহেনাদের বেঁচে থাকার কাল।



শহরতলীর বুকে এক এক করে সব আলো নিভে গেলে

শহরতলীর বুকে সবাই যখন ঘুমিয়ে পড়ে

শহরতলীর বুকে কুকুরগুলো যখন রাস্তায় চরম আয়েশে গড়াগড়ি দেয়

শহরতলীর বুকে অন্ধকার যখন আলোর স্বপ্ন দেখায় ঘুমন্ত মানুষগুলোর চোখে,



তখন কৈশরীর গা গতরও হয়ে ওঠে ভারী যৌবনবতী,

হয়ে যায় আঁধারী প্লাটফর্মে আলোর রেলগাড়ী.............।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.