নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

তক্ষকঁ

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

তক্ষকঁ › বিস্তারিত পোস্টঃ

নারী ও ভাঙ্গন

২৫ শে মার্চ, ২০১৪ দুপুর ১:৩৪

নারী ও ভাঙ্গন



একদিন কোন এক জন আমায় গিলেছিল, সমূলে।



দেখতে দেখতে নদীটাও আমায় গিলতে চেয়েছে

গিলতে চেয়েছে আমার ঘর ভিটে নারকেল গাছ,বাগান-বাদাড়

চার শতকি পালং ক্ষেত, কলা গাছ

উঠোন, বেলতলা

বাঁশঝাড় ঘেঁষা মজা পুকুর ডাহুক, বেতবন।



একদিন এ বাড়িতেই ছিল ধুন্দুমার আনন্দ হাসি- পিঠে উৎসব

একদিন চৈতালী ফসলের ঘ্রাণে প্রান পেয়েছে বাড়ির চড়ুই শালিক

চারচালা টিনের বিছানায় আয়েশে ঘুমিয়েছে কুল বড়ইয়ের গাছ

হলুদ পাখিদের আনাগোনায় কি ভীষন কোলাহল ছিল পৌষ মাঘের খেজুর গাছে

ঝরাপাতার দিন শেষে জাম গাছটার সবুজ কচি পাতাগুলো চিকচিক করেছে মুক্তোদানার মতো।



এখন আমার বিছানা চৌকি,জল শিঁকে কুপি তেলের ডাব্বা আর দেখেনা আগামী

এখন শুধু জলের ভয়ে গ্রহনের ভয়ে, কাঁটে প্রতি বরষা ,

অথচ একদিন বৃষ্টির জন্যই চেয়ে থেকেছে আমার গৃহস্থালীর সকল দিন-রাত

একদিন বৃষ্টিতে ভিজেই আমি গ্রহনে গিয়েছিলাম পরম সূখে।



আজ নদীটাও আমায় ডাকে, এগিয়ে আসে আমার সাধের ভিটায়

জল পলিতে আমাদের ভাসাতে জলের ভেলায়।



হয়তো একদিন নদীও আমায় গিলে নেবে সমূলে

থাকবেনা কিছুই

ভিটে ঘর বাগান ,বাঁশঝাড় বেলতলা, ডাহুক বেতবন এবং আমার যা কিছু স্থাবর -অস্থাবর।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.