![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি
মানুষের ভীড় ঠেলে ভীড় বাড়ানো মানুষ হয়ে
আর কতকাল
আর কতকাল শেয়াল কুকুরের মতো করব সাধের স্বর্গবাস
খাবারের জন্য জলের জন্য হাত বাড়িয়ে
ভুখা শিশুর লাশ বুকে নিয়ে আর কত
আর কতবার ভাঙ্গারীর দোকানে নিজেকে দেব বেচে?
অধিকার অধিকার করে যারা এদ্দিন
অধিকার দখল করেছে, অধিকার পেতে পেতে
অবশেষে হয়েছে দানব;
তাদের কোলাহলে এখনতো গিনিপিগ হয়েই আছি
ভাগাড়ের ময়লা ঘুটে সাজিয়েছি থালা,
ভগবান নাকি এর বন্দোবস্ত করে!
আর কতবার মরলে, আর কতবার কঙ্কাল হলে
হবো মানুষের ভীড়ে সাধের মানুষ
মানুষের মতো মানুষ?
মানুষ হয়ে যারা মানুষ নিয়ে কারবার করে
মানুষ হয়ে যারা জনসভায় জনস্রোত নামায়
মানুষ হয়ে যারা গবেষনা করে মানুষ নিয়ে
তাদের ভীড়ে আর কতকাল মানুষ হওয়ার স্বপ্ন দেখবো
আর কত বার সম্ভ্রমের দামে কিনবো
সাধের মানব জনম!
আর কত?
আর কতবারে তুই সোজা হবি শালা ভগবান!
©somewhere in net ltd.