নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

তক্ষকঁ

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

তক্ষকঁ › বিস্তারিত পোস্টঃ

যদি ভূল ভাঙ্গে

০৯ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:১৫

যদি ভূল ভাঙ্গে



যদি ভূল ভাঙ্গে আবার কখনো কোন দিন

তবে এসো এই বিরান ধুসর জমিনে

আমি জলে মাটিতে ফলাব সবুজ

তোমার জন্য অন্তত একটি ফুল হলেও ফোঁটাব, তপ্ত মরুতে

তোমার জন্য নালা নদে লোনা সাতারে জাগাবো ঢেউ।



যদি ভূল ভাঙ্গে কখনো ভূল করে অথবা আনমনে

তবে এসো আমার ক্ষুধাতুর শীতল দেহে

আমি টগবগে সূর্য হবো সেদিন

তোমার জন্য পাতায় পাতায় ছড়াবো ক্লোরোফিল

তোমার জন্য দিন হয়ে দেখাবো আলোর ঝর্না।



যদি ভূল ভাঙ্গে একদিন অথবা অনেক বসন্তের শেষে

তবে এসো রংঝরা হৃদয়ের দেয়ালে দেয়ালে

আমি ভালোবাসার আর্তিতে আবারও জানাব অবশিষ্ট আবেগ

তোমার জন্য অন্তত আর একবার আমি সাহসী হবো

রংঝরা শহরের অলি গলি সাজবে ভালবাসার বাহারী পোষ্টারে।



যদি ভূল ভাঙ্গে কখনো কোন এক মন খারাপের দিনে

তবে এসো তোমার মাঝেই বিলিয়ে দেব আমার দু'এক ফোঁটা সুখ

যা আছে অবশিষ্ট, আমি তোমার মতো হবোনা সেদিন ; কথা দিলাম।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.