![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি
ইচ্ছে হলেই
এখন ইচ্ছে হলেই আর পারিনা ছুঁতে তোমার ,সিক্ত অথর জোড়া
জলে ভেসেও আর মেটেনা তপ্ত তৃষ্ণা খরা
এখন কি আর করবো আমি, কি আর আমি কই
সুখের সাথেই লুট হয়েছে কোটি তারার খই।
এখন আকাশ দেখি ছিন্ন ভিন্ন কাঁদে বার মাস
এখন বিরান চরে প্রেম ফলে না ফলে দূর্বাঘাস
এখন ইচ্ছে হলেই আর পারি না দেখতে স্বপ্ন সুখ,
ভাঙ্গন সদা ভাঙ্গছে হিয়া ভাঙ্গছে বিরান বুক।
আমার ভেতর দারুন দিনের নেই আর কোন খোঁজ
নেই শিথানে চাঁদের আলোয় জোৎস্না মাখা রাত
সেই থেকে আর হয়নি পাওয়া একজোড়া চোখ চিরচেনা
হয়নি পাওয়া হাতের ভেতর শাঁখার চুমে তুলতুলে দুই হাত।
এখন ইচ্ছে হলেই ঘুম আসেনা ঘুম গুলো-ও ভীষন স্বার্থপর
তোমার সাথেই সেই যে গেল ফিরলো না তো আর;
এখন কি করে যে বলি, কি-ই বা বলবো হায়
আর ফেরেনা সেই দিন গুলো যা হারিয়ে যায়।
তাই তো একা আমি নীদ হীন দুই চোখ
হাত বাড়িয়ে বৃষ্টি ধরি , বৃষ্টি চুমি
রাতের সাথেই পিরিত জমাই, হয় দারুন প্রতিশোধ!
©somewhere in net ltd.