নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

তক্ষকঁ

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

তক্ষকঁ › বিস্তারিত পোস্টঃ

পূর্নিমার আলোয়

১৫ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:৩৮

পূর্নিমার আলোয়



আকাশের মাঝে আলোয় ঠাসা একথাল আলো দেখে কবি গুলো সব

হুমড়ি খেয়ে পড়েছিল গতকাল,

কি আনন্দ কি আনন্দ!

কলমে কালিতে মাথায় মগজে কত কবিতা

কত গান কত সাহিত্য রাতভর জন্ম নিল একে একে।



অথচ কত শত থালা, থালার পাশে শুন্য জীবন গুলো

থালার পাশে শুন্য উদরগুলো

উদরের অগ্নি যন্ত্রনাগুলো কেবল হাপিত্যেষ-ই করেছে

একথাল মোটা চালের ভাতের জন্য

ঠিক গতকাল রাতেই।



কই কেউ তো কলমে কালিতে মাথায় মগজে

তাদের কথা লেখেনি সে রাতে ভরায়নি শুন্য থালার ময়দান;

আরে শালা কি লাভ ভরা পূর্নিমা নিয়ে খামোকা আদিখ্যেতায়

যদি মানুষই না হয় কবিতা

যদি না হোস মানুষের কবি!



এক থাল ভাতের বন্দোবস্ত করে দ্যাখ তুই-ই হবি

সব্যসাচি এক মানুষ সব্যসাচী এক কবি

এক থাল ভাতেই বাঁচে মানুষের জীবন।



কবিতা খেয়ে কি পেট ভরেছে কারো কখনোও

কিংবা হ্রাস পেয়েছে অনাহারে মৃত্যুর শংকা?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.