![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি
হিন্দি আর ইংরেজী গানে বাংলা নববর্ষ ১৪২১ পালিত। আমরা কি গর্বিত!
গতকাল জাতি হিসাবে একমাত্র অসাম্প্রদায়িক উৎসব বাংলা নববর্ষ পালন করল গোটা বাংলাভাষাভাষী মানুষ,
সমগ্র দেশ। রঙ্গীন, বর্নীল, সাজে সেজেছিল গ্রাম শহরের প্রতিটা পরত। নতুন জামা, দেয়াল, রাজপথ জুড়ে আলপনা, মঙ্গল শোভা যাত্রা, ব্যানার ফেস্টুন সাংস্কৃতিক অনুষ্ঠান-- সব মিলিয়ে উৎসবে মাতোয়ারা সবাই। বাঙ্গালী হিসাবে আমিও আমার মতোই পালন করেছি ১ লা বৈশাখ।
একদিনের জন্য পান্তা ভাতে ইলিশ আর কাচা মরিচ ডলে আমিও বাঙ্গালী হয়েছি এদিন। সারাদেশের মতোই আমাদের মফস্বল কুষ্টিয়াতেও বৈশাখ পালিত হয় প্রতিবার বেশ ঘটা করেই। এবারও ব্যাতিক্রম হয়নি। মানুষের মাঝে আনন্দ -উদ্দীপনা দেখে বর্নীল সাজ-গোজ দেখে মাথায় রঙ্গিন গামছা দেখে, নারীদের শীরে পুষ্প মুকুট দেখে আমার ভেতরেও ঢাক বেজেছে আমার ভেতরেও খোল বেজেছে। আমিও বুক চাপড়ে বলেছি আমরাই পারি।
বাঙ্গালীরাই পারে।
এত সুখের ভেতর এত আনন্দের ভেতর সবচেয়ে মর্মান্তিক, সবচেয়ে খারাপ ব্যাপারটা গতকালই খেয়াল করলাম অন্যবারের চেয়ে ভীষনরকম প্রকট ভাবেই। আমাদের সমবয়সী অথবা ছোটরা তাদের ভেতর আনন্দ উদ্দীপনার কমতি ছিলনা। তারাও বাধন হীন ভাবে ছুটে বেড়িয়েছে, আহারে- আচারে চেষ্টা করেছে গতানুগতিকতার বাইরে অন্তত একটা দিনের জন্য বাঙ্গালী হতে। কিন্তু পারল কি । আদৌ পারবে কি?
কিংবা যদি অন্যভাবে বলি, এ বৈশাখ আমাদের কি শেখাল এবার , বৈশাখ নিয়ে কি করলাম আমরা বা বৈশাখে আমরা কি বাঙ্গালী হতে পারলাম একটুও; প্রকৃত না হোক সখেই? ভেক ধরেও কি আমরা আমাদের দেউলিয়াপনাকে আড়াল করতে পেরেছি?
প্যান্ডেলে প্যান্ডেলে সারাদিনই শুনেছি হিন্দি আর ইংরেজী গানের ধিপ ধাপ আওয়াজ, সাথে আমাদের ভবিষ্যত বাঙ্গালীদের ধিপ ধাপ নাচ, উন্মাদনা। কি লজ্জা কি লজ্জা। জাতি হিসাবে বাঙ্গালী এতটা অধ:পতনে কবে গেল;
কতটা নিচে নামলে হিন্দি আর ইংরেজী গান বাজিয়ে আমরা বাঙ্গলা নববর্ষ পালন করতে পারি! এ লজ্জা কোথায় রাখব?
এইতো ২১ ফেব্রুয়ারী আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কোন এক জায়গা থেকে ভেসে আসছিল "আশিক বানায়া আশিক বানায়"- শিরোনামের একটা হিন্দি গান। সেদিন একবার লজ্জা পেয়েছিলাম। গতকাল
আর একবার লজ্জা পেলাম। আমরা কি কখনোও বুঝবোনা আমাদের ওজন!
সত্যিই আমরাই পারি, আমাদের দ্বারাই সম্ভব , এমন ন্যাংটা হয়ে নাচতে এই হুজুগে বাঙ্গালী ছাড়া আর কে পারে? তাই তো বিদেশীরা আমাদের দিকে তাকিয়ে মুচকি হাসে আর হয়তো বলে- তোদের দ্বারা কিচ্ছু হবেনা শালা!
©somewhere in net ltd.