![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি
সময়ের বন বেড়াল
এই ইট কংক্রিটের জংগলে মানুষ গুলো এখন বন বেড়াল
নখে থাবায় রক্ত মাংসের ছোপ
মুরগী হাঁস খুপড়ীতে রেখেও ঘুম নেই গেরস্থের
রাত জেগে আর কত পাহারা বসাবে
যখন চৌকিদার ব্যাটাও সুযোগ মতো বন বেড়ালের রুপ ধরে
ছিঁড়ে খাবলে খায় ঝাকার মুরগী হাস;
এক একটা রাত শেষে রক্ত মাখা পালক নাড়ী ভুড়ি
পড়ে থাকে জংগলের ধারে নিরব নিথর
এক একটা রাত শেষে গেরস্থের চোখের জলে শুরু হয় দিন।
এই ইট কংক্রিটের জংলায় পালিত গুলো ভীষন ভয়েই থাকে
ভয়ে ভয়ে আসে রাত, রাত ভিজে যায় রক্তে;
আসে গেরস্থের দিন, কয়েক ঘন্টা রক্তপাতহীন!
বন বেড়াল গুলোর প্রজনন ঘটে বেশ দ্রুতই।
©somewhere in net ltd.