![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি
সময়ের রেলগাড়ী
এভাবেই ছুটে চলে সময়ের রেলগাড়ী
মাঠ জলা আউশের ক্ষেত সাই সাই বাতাস
খাল ডিঙ্গিয়ে শহর জনপদ থেকে জনপদে;
এভাবেই ছুটে চলে ঘামে ভেজা জীবনের অনিশ্চিত ভ্রমন।
সেই ফেলে আসা লেপতি লাটিম,
রঙ্গিন ঘুড়ি মান্জা দেয়া সুতো লাটাই
কিংবা বয়েসী আবেগের বটগাছ; মজা পুকুরের পানকৌড়ি ডাহুক
সব ফেলে সময়ের রেলগাড়ী ছুটে চলে নিরন্তর।
পানসে বিরস জীবনের যাত্রী গুলো কেবলই দ্যাখে আর
রেলের ঝাকুনিতে দোল খায় যেমন একদিন প্রবল ঝাকুনিতে
ছুটেছিল জীবনের রেলগাড়ী,
সাই সাই বাতাস মাঠ জলা আউশের ক্ষেত জনপদ পেছনে ফেলে
ছুটে চলে নিয়তির রেলগাড়ী নিয়ত অবিরাম।
©somewhere in net ltd.