![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি
পূনরাগমন
আজ এতদিন পর যখন তোমাকে বলতে শুনলাম- তোমায় ভালবাসি
আমি আরও একবার ভয় পেয়েছি
আমি আবার হয়েছি ভীষন শংকিত;
বিদায়ী বসন্ত বুঝি কালবৈশাখীর ঝড় তুলবে আবার
একদা লন্ডভন্ড জীবনের নড়বড়ে কুটির হবে আরও একবার বিলীন।
যখন তোমাদের সুখ নিয়ে বেশ সুখেই ছিলে
সাজানো বাগান ঘর গেরস্থালী ভীষন পরিপাটি
তখন ও তো তোমার জন্যই বসে থেকে থেকে
আমার দিন কেটেছে অনাহারে রাত কেটেছে নির্ঘুম;
যখন একাকী এ জীবনে একমুঠো সুখের ভীষন চাহিদা ছিল
যখন ভাতের মতোই একটা ভালোবাসার দেয়াল ছিল খুবই দরকারী
আরামে আয়েশে ভালবাসায় পিঠ ঠেকাবার;
তুমি নিজের জন্যই নিজের পথে হেঁটেছো অরিন্দম হয়ে
হাঁটতে হাঁটতে সুখের রাজমহলে হয়েছো অদৃশ্য
আমি চেয়েই থেকেছি চাতক চোখে।
আজ এতদিন পরে যখন তুমি বললে -ভালবাসি
আমি নিজের ভেতরেই তল্লাশি চালালাম কই কিছুই তো বাকী নেই আর
যা ছিল একদিন স্থাবর অস্থাবর যত ভালবাসার সিন্দুক গোলা
সবই তো শুন্য করে তোমাকেই দিয়েছি, নিজেই তো একদিন লুট হয়েছিলাম
লুটেরার মতো খেয়াল মতো ভেঙ্গেছো যেমন খুশি;
তাহলে আর কি-ই বা নেবে এতদিন বাদে!
নাকি বুকের বিরান চরে সামান্য দূর্বা জাগতে দেখে তোমার হিংসে হয়
নাকি জীবনটাই তোমার বর্তমান সময়ের সবচেয়ে দরকারী খেলনা!
©somewhere in net ltd.