![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি
ফ্রেম বাঁধানো ছবি
একদিন আমরাও ছবি হবো
একদিন আমরাও ফ্রেম বন্দী হয়ে ঝুলবো দেয়ালের জমিনে
বয়সী সময়ের যতো আঁকি বুকি একদিন থামবে বাস্তবতার আদেশে
আমরাও তামাদি হবো জীবনের আগমনে একদিন।
ফেলে আসা ডানপিটে তারুন্য যৌবনের রং
ভাললাগা ভালবাসার ঘাসফড়িং
সুতোয় বাঁধা রঙ্গিন ঘুড়ি জল কাদার মেছুয়া বিল
কিংবা তরুনীর চোখে দেখা পিরিতের বায়োস্কোপ
একদিন শেষ করে সাঙ্গ করে আমরাও ফিরবো ফ্রেম বাঁধানো ঘরে
একদিন আমাদের ফ্রেমেও জমবে ধুলো অল্প অল্প করে।
একদিন আমরাও ছবি হবো
একদিন আমাদের ছবিও কথা বলবে সাদাকালো দিনের
হয়তো ঘর কুনো বয়েসী মহিলার অশ্রু আঁচলের আদরে
খানিক প্রাণ পাবে ফ্রেম বাঁধানো ছবিটা
আবার ধুলো নামবে আবার ধুলো জমবে;
এভাবেই ধুলোর মানুষ ধুলো মেখে স্মৃতি হবো একদিন।
©somewhere in net ltd.