![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি
শহরের ভগবান
শহরের চিলে কোঠায় আটকে গেল আজিকার সকল রোদ
সুউচ্চ দালানে মুখ লুকিয়ে সূর্য দেবতাও আজ পক্ষপাতদুষ্ট
এ শহরে তাদের জন্য আর কিছুই রাখেনি স্বয়ং ভগবান
পেটের জন্য জলের জন্য কেবলই ডাস্টবিনের ঘুট
মশা মাছিদের ভীড়েই ওরা তিলে তিলে বেড়ে ওঠে
ক্ষরা রোদ্রের তাপে পুড়ে যায় চোখের দৃষ্টি
উপচে পড়া নর্দমা ম্যানহোলের অভিজাত ময়লায় ভেসে যায়
জীর্ন ঘটি কলস গেলাস , কোথাও মেলেনা একফোঁটা জীবনের আভাস ।
বিরস জীবনের পূর্ণিমা তাদের গ্রাসে চলে যায় স্পর্ধার সোডিয়ামে
চাঁদ কেবলই ওদের জন্যই নিয়ে আসে গল্প কবিতার উপলক্ষ্য
হা-ভাতে ঘরে কেউ কখনো দেয়নি ভাতের থালায় কবিতার ভাপ
হা-ভাতে ঘরে কখনো দেখেনি তারা পূর্ন উদরের ঘুম;
শুধু দালানের চিলে কোঠায় বসে খ্যাতি পেয়েছে মেদ লকলকে অখ্যাত অভিজাত।
আজকাল সকল সুখ গুলো রোদের মতোই বিলিয়ে দেয় নিজ হাতে স্বয়ং ভগবান
হাত পেতে তারা কেবলই পায় দালানী ভগবানের ছায়া, অনেক ভক্তি পুড়িয়ে।
©somewhere in net ltd.