![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি
অচেনা পথের দ্রোহী
আমি বদলে যাবো বলে চেনা পথ ছেড়ে এসেছি অচেনা পথে
অচেনা আলোয় অচেনা দিনে আমি বদলে দিতে ভেতর বাহির
বদলে দিতে জীবনের শ্লোগান;
প্রেমের বদলে মুঠি ভরেছি অচেনা ধুলোর আত্বায়
যে জীবনের নামে চলে মৃত্যুর মিছিল চলে ব্যাবসা তুমুল;
আমি সেই জীবনের ধর্মকে পায়ে দলে এসেছি মানুষের কাছে।
আমি বদলে যাবো বলে চেনা প্রেমিকার হাতে দিইনি সাধের লাল গোলাপ
বদলে দিতে বদলে নিতে অচেনার হাতেই তুলে দিয়েছি দ্রোহের দফা
এক সাথে এক পথে চলতে চলতে হয় ভালবাসা ,হয় সাম্যবাদী প্রেম
এক পৃথিবীর আলোয় বদলে যাওয়া মানুষ হতে আমি পুরনো নিজেকেই
দিয়েছি তিন তালাক, এখন অচেনার মাঝেই আসে আমার অচেনা সকাল কাঙ্খিত।
বদলে নিতে আমার শুধু হাজারটা জন্মের গ্যারান্টি প্রয়োজন নিজের মতোন।
©somewhere in net ltd.