![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি
দায় মুক্তি
প্রিয়তমার চোখে
চোখ রেখে হাতে হাত রেখে তো অনেক কিছুই বললি এতদিন
সাগর সেঁচে মুক্তো আনলি,হিমালয় থেকে লাফিয়ে পড়লি
জ্ঞাতি গোষ্ঠির চুল ছিঁড়ে বোঝা বাঁধলি কত শত
কই নিজের ভেতরে তো একটা মানুষ জন্মাতে পারলিনা;
যে মানুষ মানুষের কথা বলে যে মানুষ সত্যের কথা বলে
যে মানুষ প্রতিবাদের কথা বলে!
প্রতিদিন বোন গুলোকে ছিঁড়ে খায় শেয়াল শকুনের দল
প্রতিদিন তোর সামনেই তো মা' মেয়েরা লুট হয়
কই শালা খেলো ব্যাপারী একবারও তো সামনে দাঁড়ানোর সাহস দেখাসনি
একবারও তো ভেতরের কুত্তাটা ডাকেনি ঘেউ করে!
তার চেয়ে ভালো নিজেই একটা শেয়াল হয়ে যা, নিজের ভিতরে থাকবে না
মানুষ জন্মানোর দায়, কাম ভাঙ্গাতে গাইতে হবেনা ঢপের কেত্তন।
©somewhere in net ltd.