![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি
একদিনের প্রেমিক
এখন চাইলেই আর ভালবাসতে পারিনা আগের মতো
এখন চাইলেই আর আবেগী নির্লজ্জের মতো
তোমার দরজার গিয়ে দাঁড়াতে পারিনা যেমন করে ভিখীরি দাঁড়িয়ে থাকে
ঠাঁই এক মুঠো চালের জন্য;
এখন চাইলেই তো আর তোমার জন্যে হন্যে মানব হতে পারবনা ;
আমি যে এখন ভালবাসা ভিক্ষা করি মানুষের
আমি তো এখন আবেগী বেহায়া নই!
তোমার জন্য যৌবনের যতো ফাগুন বসন্ত ছিল একদিন
ছিল মিছিলের উদ্দাম, রাত বিহগের সাথে ছিল প্রবল মাখামাখি
ভালবাসার অনিন্দ্য বউয়ের স্বপ্নে কেটেছে গোলাপী এক একটা ঘুম
ধুম ধুন্দুমার আকাঙ্খার প্রজাপতি গুলো মেলেছে ডানা;
বয়েসী বিরহে আজ জেগে থাকে ভালবাসার লাল পতাকায়
এখন শত অনুরোধেও আর মাথা নোয়ানো সম্ভব নয় আমার
এখন মানুষের দরজাতেই আমি দাঁড়িয়ে ভীখ মাগি জীবনের, ভালবাসার।
এখন চাইলেই আর ভালবাসতে পারিনা আগের মতো
এখন চাইলেই আর ভালবাসার শর্তে পারবোনা হতে জীবন পালানো শামুক
তোমার আঙ্গিনার রোদে তৃষ্ণার্ত চাতক হয়ে নয়
তোমার বেহিসাবী নির্দয়তায় পুড়ে ছাই হতে নয়
এখন ভালবাসার জনপদেই আমি কর জোড়ে ভালবাসা প্রার্থনা করি
মানুষের ভীড়ে মানুষ হয়েই আমি ভুলে থাকি গৎ বাঁধা ভালবাসা
ভালবাসার জন্যই তোমার ভালবাসাকে আর মুখ্য ভাবতে পারিনা আজ।
একদিন এই আমি-ই তোমায় সাজাতে তছনছ করেছি সাধের ফুল বাগান
একদিন এই আমি-ই ছিলাম তোমার মানুষ মানুষ খেলার বাহারী খেলনা।
©somewhere in net ltd.